পশ্চিমবঙ্গ রাজ্য সহ সমগ্র দেশের বেকারত্বের হার হ্রাসের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প শুরু করা হয়েছে। গতবছর অর্থাৎ ২০২৪ সালে ঘোষিত কেন্দ্র বাজেটের মাধ্যমে সর্বপ্রথম সরকারের পক্ষ থেকে এই internship প্রকল্প ঘোষণা করা হয়। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই দেশের কয়েক লক্ষ যুবক-যুবতী কর্মজীবনের অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন সম্মানীয় পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। তার সাথে মিলেছে প্রতিমাসে মোটা অংকের বেতন। তাই নিজেদের জীবনের কর্ম দক্ষতা এবং কর্মজীবনের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য যুবক-যুবতীরা প্রধানমন্ত্রী প্রকল্পে অবশ্যই আবেদন জানাতে পারেন।
এই দুর্দান্ত স্কিম এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা করছে ৫০০ টিরও বেশি দেশি ও বিদেশী কোম্পানি। যেখানে চাকরিপ্রার্থীরা সরকারি দপ্তরের পাশাপাশি একাধিক বেসরকারি দপ্তরেও কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। সরকারের পক্ষ থেকে এই প্রকল্প শুরু করার সাথে সাথে চাকরিপ্রার্থীরা এই প্রকল্পের মাধ্যমে কোন কোন সুযোগ সুবিধা গুলি পাবেন তা ঘোষণা করে দেওয়া হয়।
এই প্রকল্পের সুযোগ সুবিধাঃ
১) এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের বেকার যুবক যুবতীরা নিজেদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি করতে পারবেন।
২) প্রতি মাসে একটি নির্ধারিত অংকের বেতন পাওয়ার সুযোগ থাকতে চাকরি প্রার্থীদের কাছে।
৩) ইন্টার্নশিপ সূত্রে চাকরিপ্রার্থীদের বিভিন্ন বড় বড় সরকারি বা বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এটি পরবর্তীকালে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রেও সহযোগী হয়ে উঠবে।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, একনজরে দেখে নিন
৪) বারো মাসব্যাপী এই প্রশিক্ষণ সময়কালে নিযুক্ত কর্মীরা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ৫০০০ টাকায় এবং নিয়োগ কাটি সংস্থার পক্ষ থেকে প্রতিমাসের ৬০০০ টাকা মিলিয়ে মোট ১১ হাজার টাকা রোজগার করতে পারবেন।
আবেদনের যোগ্যতাঃ
১) এই প্রকল্পের শুধুমাত্র ২১ বছর থেকে ২৪ বছরের চাকরি প্রার্থীরাই আবেদন জানাতে পারেন।
২) প্রকল্পে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
৩) উচ্চতর যোগ্যতার চাকরি প্রার্থীরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।
৪) চাকরি প্রার্থীর পরিবারের কোনো সদস্য সরকারের দপ্তরের সঙ্গে যুক্ত থাকলে তাকে এই ক্ষেত্রে আবেদনের সুযোগ দেওয়া হবে না।
৫) মাধ্যমিক বা নির্দিষ্ট ট্রেডে আইটিআই যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরাও এখানে আবেদন জানাতে পারবেন।
৬) সরকারি কিংবা বেসরকারি সংস্থার সাথে ইতিমধ্যেই সংযুক্ত রয়েছেন এমন প্রার্থীরা এখানে আবেদন সাজাতে পারবেন না।
আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে গরমের ছুটি কবে থেকে পড়বে? এবারে বাড়লো গরমের ছুটি
আবেদন পদ্ধতিঃ
এই প্রকল্পে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা সবার প্রথমে অনলাইন মাধ্যমে আবেদন জানানোর জন্য pminternship.mca.gov.in- এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নেবেন। এরপর প্রয়োজনীয় নথিপত্র এবং তথ্য আপলোড করে আবেদন জানাতে হবে চাকরি প্রার্থীদের। তারপর নিকটবর্তী স্থান এবং অন্যান্য যোগ্যতা বিচারের মাধ্যমে সর্বোচ্চ ৫টি সংস্থায় ইন্টার্নশিপ এর জন্য আবেদন জানাতে পারবেন।