সরকারি কর্মীদের জন্য উপহার সাজাচ্ছে কেন্দ্র। অতি শীঘ্রই বেতন বৃদ্ধি পেতে চলেছে তাঁদের। একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, পুজোর মাসে অথবা দীপাবলির আগে মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার। আর ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে বেতন। অতএব সরকারের তরফে বিপুল অর্থের উপহার পাবেন কর্মীরা। এই ঘোষণা শুনে মুখে হাসি ফুটেছে তাঁদের।
সাধারণত বছরে দুবার করে মহার্ঘ ভাতা বাড়ায় সরকার। এক, জানুয়ারি মাসের সাপেক্ষে তো অপরটি জুলাই মাসের সাপেক্ষে। এই ডিএ নির্ধারণ করা হয় শ্রম ব্যুরোর CPI-IW-এর সূচকের ভিত্তিতে। শ্রম ব্যুরো কাজ করে শ্রম মন্ত্রণালয়ের অধীনে। বছরের শুরুতে বাড়ানো ডিএ অনুসারে বর্তমানে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। কিন্তু জুলাই মাসের ডিএ ঘোষণা এখনও হয়নি। অক্টোবর-নভেম্বর মাসে সে বিষয়ে ঘোষণা করতে পারে কেন্দ্র। তখনই বেতন বাড়বে সরকারি কর্মীদের। জুলাই মাসের CPI-IW সূচক ৩.৩ পয়েন্ট বেড়ে পৌছেছে ১৩৯.৭-এ। যা আগের মাসের তুলনায় বেড়েছে বলা যায়। এর ফলে কর্মীদের ডিএ হার যে বাড়বে তাও ধারণা করা যায়।
আরও পড়ুনঃ একলাফে অনেকটা বেতন বাড়ছে সরকারি কর্মীদের
বর্তমানে দেশে প্রায় এক কোটিরও বেশি সরকারি কর্মী রয়েছেন। তাঁরা সকলে ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। তবে মূল্যবৃদ্ধির পরিস্থিতি যেভাবে বাড়ছে তাতে ফের বেতন বৃদ্ধির আশা করছেন কর্মীরা। আর কর্মীদের কথা চিন্তা করে শীঘ্রই নিজেদের সিদ্ধান্ত জানাবে সরকার। মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হলে মহার্ঘ ভাতা কতটা বাড়বে ও কবে থেকে বাড়বে, তা সর্বসমক্ষে ঘোষণা করা হবে।