হাতে মাত্র কয়েকদিন। শুরু হতে নতুন বছর ২০২৪। ইতিমধ্যে অনেকেই বর্ষশেষের ছুটি উপভোগ করছেন জমিয়ে। আর ছুটির মরশুমে যদি খবর পাওয়া যায় পকেটে বাড়তি টাকা আসার তাহলে ছুটির আনন্দ হয়ে ওঠে দ্বিগুণ। সমস্ত সরকারি কর্মীদের জন্য সেই খুশির খবর এল সরকারের পক্ষ থেকে। ভাতা বা অন্যান্য সুবিধা নয় সরকারি সরকারি কর্মীদের বেতন বাড়াতে চলেছে অর্থমন্ত্রক। এই বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করতে বিশেষ বৈঠক চলছে শ্রমমন্ত্রকে। চলতি বৈঠকের সিদ্ধান্ত কার্যকর হলে কর্মীদের নূন্যতম বেতন একলাফে বেড়ে হবে ২৬ হাজার টাকা।
এতদিন পর্যন্ত সরকারি কর্মীদের বেসিক পে ম্যাট্রিক্স অনুযায়ী নূন্যতম বেতন ছিল ১৮ হাজার টাকা। এবার সেই বেতন বেড়ে হতে চলেছে ২৬ হাজার টাকা। সিদ্ধান্ত কার্যকর করার সম্ভবনা ক্ষতিয়ে দেখতে দফায় দফায় চলছে মন্ত্রী সভার বৈঠক। তবে কিভাবে, কোন অঙ্কে বাড়বে বেতন আসুন দেখে নেওয়া যাক। চলতি নিয়ম অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টারের ওপর ভিত্তি করে বেতন বাড়ানো হবে সরকারি কর্মীদের। এতদিন যাবৎ ২.৫৭ শতাংশ হারে ফিটমেন্ট ফ্যাক্টার পেয়ে আসছেন কর্মীরা। ষষ্ঠ বেতন কমিশনের বেসিক পে লেভেল সঙ্গে এই পার্সেন্টেজ গুণ হয়ে সপ্তম বেতন কমিশনের বেসিক পে লেভেল নির্ধারণ করে। ধরুন কেউ যদি ৪২০০/- টাকা গ্রেড পে-তে ১৫,৫০০/- টাকা বেসিক পে পায়, তাহলে তার মোট বেতন হবে ১৫,৫০০×২.৫৭ টাকা অর্থাৎ ৩৯,৮৩৫/- টাকা।
আরও পড়ুনঃ ৮ হাজার টাকা বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের
সম্প্রতি সরকারি কর্মচারী সমিতির পক্ষে দাবি তোলা হয়েছে এই ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করার। এই পার্সেন্টেজ বৃদ্ধির ফলে যেই কর্মীর বেতন ছিল ১৮ হাজার টাকা এবার তার বেতন বেড়ে হবে ২৬ হাজার টাকা। এই বৃদ্ধির ফলে উপকৃত হবেন প্রায় ৪৮ লক্ষ সরকারি কর্মচারী। স্বাভাবিক ভাবেই বেসিক পে বৃদ্ধি পেলে একই সঙ্গে বৃদ্ধি পাবে অন্যান্য ভাতা। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি হবে তাঁর পেশ করা ষষ্ঠ বাজেট। বিশেষজ্ঞ মহলের মতে, লোকসভা ভোটের মুখে সরকারি কর্মীদের খুশি করতে ফেব্রুয়ারি মাসের বাজেটেই ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।