ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের অন্তর্গত কফি বোর্ডের কফি কোয়ালিটি ডিউশনের পক্ষ থেকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রদানের মাধ্যমে পরপর দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন কেন্দ্রীয় কফি বোর্ড। যে সমস্ত কর্মীরা এই পদে নিযুক্ত হবেন তারা প্রতি মাসে উচ্চ বেতনের পাশাপাশি একাধিক সুযোগ-সুবিধা পাবেন। কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত পদে আবেদনের যোগ্যতা, মাসিক বেতনের পরিমাণ, পদের বিবরণ, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতির সংক্রান্ত সমস্ত তথ্য Exam Bangla র পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরা হলো।
১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ
অ্যাডভার্টাইজমেন্ট নম্বর- RES/CQD/TA/2025/609
বয়স সীমা- এখানে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতনের পরিমাণ- বিভিন্ন ধরনের সরকারি ভাতা এবং সুযোগ-সুবিধা মিলিয়ে প্রতিমাসে নিযুক্ত কর্মীরা ৪৫,০০০/- টাকা বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবন বিজ্ঞান বিষয়ে অন্ততপক্ষে স্নাতক ডিগ্রি থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। যদি ইচ্ছুক চাকরিপ্রার্থীর কাছে স্নাতকোত্তর ডিগ্রি থাকে তাহলে তিনি এই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা ও দক্ষতার বিবরণ- আবেদনের ইচ্ছুক সকল চাকরিপ্রার্থীকে মাইক্রোসফট অফিসের বিভিন্ন কাজে পারদর্শী হতে হবে। এর পাশাপাশি সরকারি বিভিন্ন বিষয়ে এবং ল্যাবরেটরি রক্ষণাবেক্ষণের বিষয়ে পূর্ব অভিজ্ঞ হতে হবে চাকরিপ্রার্থীদের। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন
নিয়োগ পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতার বিবরণ, দক্ষতা এবং পূর্ব অভিজ্ঞতার নিরিখে চাকরি প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। এরপর সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্দিষ্ট পদের জন্য যোগ্য চাকরিপ্রার্থীকে বাছাই করে নিয়োগ করবে কেন্দ্র কফি বোর্ড।
আবেদন পদ্ধতি- উল্লেখিত পদের জন্য আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে https://forms.gle/E8HqPmQf34zwPsvp8 -এই গুগল ফরমটি পূরণ করে ২৪/০৩/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।
২) বারিস্তা ট্রেনার পদে কর্মী নিয়োগ
এডভার্টাইজমেন্ট নম্বর- CB/Res/CQD/BTP/2025/606
শিক্ষাগত যোগ্যতা- উল্লেখিত পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে।
পূর্ব অভিজ্ঞতার বিবরণ- উল্লেখিত পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য চাকরি প্রার্থীদের অন্ততপক্ষে ২ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। তবে এক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে সেই চাকরিপ্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ- ডি প্র্যাকটিস সেট পিডিএফ ডাউনলোড করুন
মাসিক বেতনের পরিমাণ- উল্লেখিত পদে নিযুক্ত কর্মী প্রতিমাসে সরকারের পক্ষ থেকে সমস্ত সুযোগ-সুবিধাসহ ৫০,০০০/- টাকা বেতন পাবেন।
বয়স সীমা- সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে। এই সম্পর্কে বিশদে জেনে নিতে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।
নিয়োগ পদ্ধতি- এখানে সম্পূর্ণ চুক্তিভিত্তিক অতিরিক্ত পদে কর্মীদের নিয়োগ করা হচ্ছে। চাকরিপ্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে সরাসরি ব্যক্তিগত ইন্টারভিউ এর মাধ্যমে উল্লেখিত পদে যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। এক্ষেত্রে ইমেইলের মাধ্যমে ইন্টারভিউয়ের তারিখ এবং অন্যান্য তথ্য জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে গরমের ছুটি কবে থেকে পড়বে? ঘোষণা করল পর্ষদ
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা সবার প্রথমে আবেদনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদন পত্রটি A4 সাইজ পাতায় প্রিন্ট করিয়ে নেবেন। এরপর যথাযথ তথ্যের সাথে আবেদন পত্রটি পূরণ করে নেবেন। আবেদনপত্র পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় নথিপত্র এবং একটি বায়োডাটা সংযুক্ত করে ২৫/০৩/২০২৫ তারিখের মধ্যে the Divisional Head – Coffee Quality, Coffee Board, No.1, Dr. B.R.Ambedkar Veedhi, Bengaluru – 560 001 -এই ঠিকানায় অথবা cqd.coffeeboard@gmail.com -এই ইমেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে।
Candidates can click on the link provided here / here to download the official notification. To get daily job updates please visit our official website.