পশ্চিমবঙ্গের নার্সিং পড়ুয়াদের জন্য বিরাট সুখবর। রাজ্যে ১১টি নতুন নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিটি কলেজে পড়ানো হবে বিএসসি (নার্সিং) কোর্স। নতুন কলেজগুলিতে ভর্তি সুযোগ মিলবে প্রচুর পড়ুয়ার। এক একটি কলেজে নার্সিং প্রশিক্ষণের সুযোগ পাবেন ১০০ জন শিক্ষার্থী।
কোথায় কোথায় হবে নার্সিং কলেজগুলি? সূত্রের খবর, সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হবে নার্সিং কলেজ। যেমন, উলুবেড়িয়া, বারাসত, ডায়মন্ড হারবার, আরামবাগ, ঝাড়গ্রাম, কোচবিহার, পুরুলিয়া, তমলুক, জলপাইগুড়ি, বীরভূমের রামপুরহাট ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৈরি হবে নার্সিংয়ের কলেজগুলি। প্রতিটি নার্সিং কলেজ পিছু কেন্দ্রের খরচ প্রায় দশ কোটি টাকা।
আরও পড়ুনঃ স্বাস্থ্য দপ্তরে স্টাফ নার্স পদে চাকরির সুযোগ
দেশে নার্সিং পড়ার চাহিদা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। সেই কথা চিন্তা করেই শেষ পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, দেশজুড়ে বেশ কিছু নতুন নার্সিং কলেজ তৈরির করবে কেন্দ্র। ঘোষণা হয়েছিল, সারা দেশে ১৫৭টি নতুন সরকারি মেডিক্যালে নার্সিং কলেজ তৈরি করা হবে। যার জন্য মোট বরাদ্দ মোট ১৫৭০ কোটি টাকা। ঘোষণা অনুসারে এবার পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র।