ভারতীয় রেলওয়ে দপ্তরে বিভিন্ন ডিভিশন অনুযায়ী বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেক বেশি সংখ্যক শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। কোন ডিভিশনে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য তথ্য বিস্তারিত ভাবে জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। Railway Recruitment Board Recruitment 2022.
যেসব ডিভিশনে কর্মী নিয়োগ করা হবে তা হলো-
মুম্বাই ক্লস্টার, কল্যাণ ডিজেল সেট, কুরলা ডিজেল সেট, SR.DEE (TRS) KALYAN, SR.DEE (TRS) KURLA, পারেল ওয়ার্কশপ, মাতুঙ্গা ওয়ার্কশপ, S & T ওয়ার্কশপ বাইকুলা, ক্যারেজ অ্যান্ড ওয়াগণ ডিপোর্ট, ইলেকট্রিক লোগো সেট, ইলেকট্রিক লোকোমোটিভ ওয়ার্কসপ, মেনমেড ওয়ার্কশপ,TMW নাসিক রোড,কুরদুয়াদি ওয়ার্কশপ।
পদের নাম- ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার (জেনারেল), টেলার (জেনারেল), ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার, প্রোগ্রামিং এন্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, মেকানিক ডিজেল, টার্নার, ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেকট্রিক), ইন্সট্রুমেন্ট মেকানিক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক্স মেকানিক, সিট মেটাল ওয়ার্কার, মেকানিক মেশিন টুলস মেনটেনেন্স, কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, মেকানিক (মোটর ভেহিকেল)
মোট শূন্যপদ- ২৪২২ টি।
চাকরির খবরঃ বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ ২০২২
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ১৭/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ সঙ্গে NCVT/ SCVT অনুমোদিত সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ সার্টিফিকেট।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। রেল দপ্তর বিভাগের নিজস্ব ওয়েবসাইট www.rrccr.com এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন করার আগে প্রার্থীর অবশ্যই বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। প্রার্থীর স্বাক্ষর ও নাম স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।
চাকরির খবরঃ ১৯২৫ শূন্যপদে গ্রুপ-সি কর্মী নিয়োগ
আবেদন ফি- আবেদন ফি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে। প্রার্থীরা অনলাইন পেমেন্ট এর মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি- মাধ্যমিকের নম্বর এবং ITI এর উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে।
Official Notice: Download Now
Apply Now: Registration | Login
Daily Job Update: Click Here