কেন্দ্রীয় সিল্ক বোর্ডে অ্যাসিসটেন্ট ডিরেক্টর, আপার ডিভিশন ক্লার্ক, টেলিগ্রাফার, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Central Silk Board Recruitment
Employment No- Nil
পদের নাম- Field Assistant, Cook
মোট শূন্যপদ- ৩ টি। (Field Assistant-1, Cook-2)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ বা ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- Upper Division Clerk, Stenographers
মোট শূন্যপদ- ৮৯ টি। (Upper Division Clerk- 85 Stenographers-4)
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে স্টোর কিপার নিয়োগ
পদের নাম- Computer Programmer
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Computer Science, Mathematics, Statistics, Commerce বিষয়ে Graduation পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- Assistant Superintendent (Admin- 25 /Tech- 5), Stenographer (Grade-II)- 4, Library And Info Assistant- 2, Junior Engineering (Electrical)- 5, Junior Translator (Hindi)- 4
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে Bachelor Degree করা হবে হবে। Junior Translator (Hindi) ও Junior Engineer পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- Assistant Director (Administration and Account)
মোট শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে CA, Cost Accountant, Company Secretary, MBA, Master Degree করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। উভয় পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
চাকরির খবরঃ বন গবেষণা ইনস্টিটিউটে ক্লার্ক, MTS, ফরেস্ট গার্ড নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পরে শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৭০০/- টাকা ও ১০০০/- টাকা (Group-A/ Group-B) ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করতে পারবেন Net Banking, Credit Card Debit Card এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ১৬ জানুয়ারি, ২০২৩
Official Notification: Download Now
Apply Now: Click Here