দেশের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। শীঘ্রই একগুচ্ছ শূন্যপদে নিয়োগ কর্মসূচি শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। অন্তত তেমনই আভাস মিলল সম্প্রতি। ইতিমধ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় তেইশ হাজার শূন্যপদ ফাঁকা রয়েছে বলে সর্বসমক্ষে হিসেব জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। আশা করা যাচ্ছে, লোকসভা নির্বাচনের আগে শূন্যপদ পূরণের জন্য নিয়োগ কর্মসূচি শুরু হতে চলেছে। আর তা যদি হয় তবে প্রচুর কর্মসংস্থানের সুযোগ বাড়ল দেশে।
সূত্রের খবর, বুধবার সংসদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের প্রায় ৪৫ টি বিশ্ববিদ্যালয়ে ৪২ শতাংশ সংরক্ষিত আসনে শিক্ষক পদ খালি রয়েছে। এই পদগুলি দেশের সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যেমন, এসসি, এসটি, ওবিসিদের জন্য সংরক্ষিত রয়েছে। বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শূন্যপদ সংক্রান্ত যে পরিসংখ্যান দেখিয়েছেন, সেখানে ২০২৩ সালের ১ জুলাই পর্যন্ত হিসেব রয়েছে। শিক্ষামন্ত্রী জানান, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বরাদ্দ রয়েছে মোট ৭০৩৩টি আসন। এর মধ্যে প্রায় ৩০০৭টি আসনই ফাঁকা। মোট শূন্যপদের তালিকায় এসসি (SC) ক্যান্ডিডেটদের জন্য ফাঁকা রয়েছে ৩৭ শতাংশ আসন। এসটি (ST) প্রার্থীদের জন্য ফাঁকা রয়েছে ৪৪ শতাংশ আসন। আর ওবিসি (OBC) ক্যান্ডিডেটদের জন্য ফাঁকা রয়েছে অন্ততঃ ৩৭ শতাংশ আসন।
আরও পড়ুনঃ ভারতীয় রেলে ২ লক্ষ শূন্যপদে নিয়োগ
শিক্ষামন্ত্রীর তরফে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের মোট শূন্যপদের হিসেব জানাচ্ছে, ১লা জুলাই পর্যন্ত মোট অনুমোদিত পদের ২২৪১২টি পদে কোনো প্রার্থী কর্মরত নেই। শিক্ষামন্ত্রীর বক্তব্য, বিশেষ নিয়োগের মাধ্যমে এখনও পর্যন্ত পূরণ করা হয়েছে ৬০৮৭টি শূন্যপদ। অর্থাৎ বাকি শূন্যপদগুলিতে নিয়োগ হয়নি এখনও। এদিকে শিয়রে লোকসভা ভোট আর ভোটের আগে বড়সড় নিয়োগ প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিল কেন্দ্র। পড়ুয়া সংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এত সংখ্যক শূন্যপদ বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই শূন্যপদে নিয়োগ কর্মসূচি শুরুর দিকে শীঘ্রই এগোতে চলেছে কেন্দ্রীয় সরকার।