চলতি বছরের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশন (সিজিএল) পরীক্ষার আবেদনের দিনক্ষণ ঘোষণা করেছে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি জানিয়েছে, সিজিএল পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১লা এপ্রিল থেকে ১লা মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে আবেদন জানাতে পারবেন।
এসএসসি সিজিএল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রতি বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। চলতি বছরের সিজিএল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুন-জুলাই মাস নাগাদ। পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১লা এপ্রিল থেকে চলবে ১লা মে পর্যন্ত। পরীক্ষা আয়োজিত হবে দুটি স্তরে। যেখানে প্রথম স্তরের পরীক্ষাটি হবে লিখিত আকারে ও দ্বিতীয় স্তরের পরীক্ষাতে থাকবে তিনটি পেপার। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার সময় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি জমা দিতে হবে পরীক্ষার্থীদের।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৮ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর
প্রসঙ্গত, কমিশন জানিয়েছে সিজিএল পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়া প্রার্থীদের শারীরিক ফিটনেসও দেখা হবে বলে জানা যাচ্ছে। পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হলে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। এছাড়া পরীক্ষা সংক্রান্ত তথ্য জানার জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন প্রার্থীরা।