জেনারেল নলেজ

চন্দ্রযান ৩ | কবে পাড়ি দেবে চন্দ্রযান ৩?

Advertisement

চন্দ্রযান ৩: এই মুহূর্তে ভারতের তৃতীয় চন্দ্র অভিযান ‘চন্দ্রযান ৩’ একটি বড় খবর। ভারতীয় মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সম্প্রতি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, চলতি বছরে পাড়ি দেবে চন্দ্রযান ৩। চন্দ্রযান ৩ এর পূর্বে Chandrayaan 1 ও Chandrayaan 2 চাঁদে পাড়ি দিয়েছিল। সফ্ট ল্যান্ডিংয়ে অসুবিধার কারণে চন্দ্রযান ২ মিশনটি ব্যর্থ হয়। যার ফলে নতুন করে চন্দ্রযান ৩ মিশন শুরু করা হয়েছে। কবে পাড়ি দেবে চন্দ্রযান ৩? চন্দ্রযান ৩ এর কাজ কি? প্রভৃতি তথ্য বিস্তারিতভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

চন্দ্রযান ৩ (Chandrayaan 3)

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO- https://www.isro.gov.in/) জানিয়েছে, চলতি বছরে চন্দ্রযান ৩ মিশনটি কার্যকরী হবে। এদিন বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ স্পেসক্র্যাফ্ট মিশনের অনুষ্ঠানে এমনটাই জানান ইসরোর প্রধান এস সোমনাথ। চন্দ্রযান ৩ মিশনটিকে পুরোপুরিভাবে চন্দ্রযান ২ এর মতো করা হয়েছে। এমনকি চন্দ্রযান ২ এর পথ ধরেই পাড়ি দেবে চন্দ্রযান ৩। কারণ এই পথটি সম্পর্কে সমস্ত তথ্য মহাকাশ বিজ্ঞানীদের জানা রয়েছে।

কবে পাড়ি দেবে চন্দ্রযান ৩

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানান, উৎক্ষেপণের সময় সামনেই। সম্ভবত জুলাই মাসের মাঝামাঝি চাঁদে পাড়ি দিতে চলেছে ইসরোর নতুন মহাকাশযান চন্দ্রযান ৩। ইতিমধ্যে স্যাটেলাইটটি ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার থেকে সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারে নিয়ে আসা হয়েছে। ISRO জানিয়েছে, চন্দ্রযান ৩ -এর তিনটি প্রধান মডিউল হল প্রপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং রোভার। ল্যান্ডারটির EMI/ EMC পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পরীক্ষার পর পরীক্ষার ফলাফল ছিল সন্তোষজনক।

চন্দ্রযান ৩

 

আরও পড়ুনঃ

ভারতের দীর্ঘতম নদী বাঁধের নাম
নীতি আয়োগ কি?

চন্দ্রযান ৩ এর কাজ কি

লঞ্চ ভেইকেল মার্ক ৩ (LVM 3) রকেটের মাধ্যমে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ কার্যকারী হবে। চাঁদে নতুন রোভার পাঠানোর উদ্দেশ্যেই চন্দ্রযান ৩ মিশনটি শুরু হয়েছে। রোভারের কাজ হল চাঁদের উপর ভ্রমণ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্যগুলি ইসরোকে পাঠানো।

প্রসঙ্গত, 2008 সালে প্রথম চন্দ্রযান ১ মিশনটি শুরু হয়েছিল। এটি ছিল ভারতের প্রথম চন্দ্র অভিযানের মিশন। চন্দ্রযান ১ প্রথম চাঁদের মাটিতে জলের অনুসন্ধান করতে সক্ষম হয়েছিল। এই ঘটনার 11 বছর পরে 2019 সালে চন্দ্রযান ২ মিশন শুরু হয়েছিল। কিন্তু সফ্ট ল্যান্ডিংয়ের সময় চাঁদে আছড়ে পড়ে রোভারটি নষ্ট হয়। দুর্ঘটনাটি ঘটে 2019 সালের 7 সেপ্টেম্বর। তাই, চন্দ্রযান ২ কে ফলো আপ করে চন্দ্রযান ৩ মিশন শুরু করা হয়েছে।

join Telegram

Related Articles