রেজাল্ট

সামনেই মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ! জেনে নিন কিভাবে দেখবেন রেজাল্ট

Advertisement

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয় সাধারণত নব্বই দিনের মাথায়। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, নিয়মের অন্যথা হবেনা এবারেও। আদালতের নির্দেশ মেনেই প্রকাশ পাবে ফলাফল। বর্তমানে চলছে ফলাফল প্রকাশের পরের স্তরের কাজ। সবকিছু ঠিক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই ঘোষিত হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট।

সেক্ষেত্রে মাধ্যমিকের ফলপ্রকাশ হলে WBBSE এর ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখে আসতে পারবেন পরীক্ষার্থীরা। এই ওয়েবসাইটগুলি হলো: wbbse.wb.gov.in ও wbresults.nic.in. এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন কিভাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে wbbse.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর ‘WB Madhyamik Result 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এবার যে পেজটি ওপেন হবে সেখানে নিজের রোল নম্বর ব্যবহার করে লগ ইন করতে হবে।

৪) এরপর স্ক্রিনে রেজাল্টটি দেখতে পাবেন।

৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন পরীক্ষার্থীরা।

মাধ্যমিক রেজাল্ট 2023 check

প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা চলে ২৩শে ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ পর্যন্ত। মাধ্যমিকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় আশঙ্কা প্রকাশ করে হাইকোর্ট। আশা করা যাচ্ছে, আগামী বছর বাড়বে পরীক্ষার্থীর সংখ্যা। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এ বছরের মাধ্যমিক। আর এখন রেজাল্টের অপেক্ষায় দিন গুনছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা।

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ

Related Articles