ইতিমধ্যেই শেষ হয়ে গেছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। এবার মাধ্যমিক পরীক্ষার্থীরা রেজাল্টের জন্য অপেক্ষা করে আছেন। কেবল ছাত্র- ছাত্রী নয়, অভিভাবক ও শিক্ষকরাও অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন মাধ্যমিক রেজাল্ট এর জন্য। সূত্রের খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিক রেজাল্ট 2025। কিভাবে নিজের মোবাইলে দেখবেন মাধ্যমিক রেজাল্ট? বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদন থেকে।
মাধ্যমিক রেজাল্ট 2025 (WB Madhyamik Result 2025)
মাধ্যমিক রেজাল্ট ২০২৫ | |
---|---|
পরীক্ষার নাম | মাধ্যমিক ২০২৫ |
পরীক্ষা শুরু | ১০ ফেব্রুয়ারি, ২০২৫ |
পরীক্ষা শেষ | ২২ ফেব্রুয়ারি, ২০২৫ |
রেজাল্ট ডেট | মে মাসের ২য় সপ্তাহ |
মাধ্যমিক রেজাল্ট 2025 কবে বেরোবে?
2025 মাধ্যমিক রেজাল্ট কবে বেরবে এই হিসেব করার আগে একবার দেখে নিন গত বছর (অর্থাৎ ২০২৪ সালের) পরীক্ষা শেষ হওয়ার ঠিক কত দিন পারে রেজাল্ট প্রকাশ হয়েছিল।
গত বছরে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে, সেবছর পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় ২ রা মে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছিল। কেবল গত বছর নয় প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৫- ৮০ দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে।
মাধ্যমিক রেজাল্টের আপডেট পাওয়ার জন্য আমাদের গ্রুপে যুক্ত হন 👇👇
তাই এই ধারণা থেকে ধরে নেওয়া যেতে পারে ২০২৫ মাধ্যমিক রেজাল্টও একই নিয়মে বেরোবে। এই বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি। সব ঠিক থাকলে ২০২৫ সালের মাধ্যমিক রেজাল্ট ৭৯ বা ৮০ দিনের মাথায় প্রকাশিত হতে পারে। অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে পারে মাধ্যমিক রেজাল্ট ২০২৫। শিক্ষা মহল থেকে খবর পাওয়া যাচ্ছে আগামী 12 মে প্রকাশিত হতে পারে মাধ্যমিক রেজাল্ট। তবে এখনও পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয়ে কোনো রকম তথ্য প্রকাশ করা হয়নি। শীঘ্রই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করবে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৫ টি স্কলারশিপের খবর, এখানে আবেদন করলে বার্ষিক ১৫০০০ টাকা পাওয়া যাবে
মাধ্যমিক রেজাল্ট 2025 কীভাবে দেখবো?
Step- 1: মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য গুগুলে গিয়ে সার্চ করুন wbresults.nic.in এবং এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
Step- 2: “Madhyamik Pariksha (SE) Results Year 2025” অংশে ক্লিক করুন।
Step- 3: “Enter Your Registration No.” -এর ঘরে রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। এবং “Enter Date of Birth” -এর বক্সে জন্মতারিখ দিতে হবে।
Step- 4: তারপরে “Submit” বাটনে ক্লিক করতে হবে। তারপরে ওই পরীক্ষার্থীর মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে।
2025 মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলি হল- www.exametc.com, www.indiaresults.com, www.results.siksha, www.schools9.com, www.fastresult.in ইত্যাদি।