নিয়োগ দুর্নীতি কান্ডে তোলপাড় রাজ্য। গ্রেফতার হয়েছেন বহু নামজাদা ব্যক্তিত্বরা। আদালতে নিত্যদিন চলছে মামলা। এরইমধ্যে সূত্রের খবর, এবার বাম আমলে চাকরি পাওয়া প্রার্থীদের খোঁজে শুরু হলো তল্লাশি। ১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত শিক্ষক পদে নিয়োগ পাওয়া প্রার্থীদের খোঁজ করে তার তালিকা বানানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি দলের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানে বাম আমলের চাকরিপ্রাপকদের নিশানা করেন তিনি। প্রসঙ্গ আসে চিরকুটে চাকরির বিষয়ে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ‘চিরকুট সিস্টেম আমাদের রাজ্যে বরাবরই ছিল’। এই চিরকুট সিস্টেমে চাকরি পাওয়া প্রার্থীদের তালিকা প্রস্তুত শুরু হবে বলে জানা যাচ্ছে। ওপেন হতে পারে পুরনো ফাইলও। এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতি, অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিল সহ একাধিক বিষয়ে উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। এহেন বাতাবরণে এবার পুরনো নিয়োগ পাওয়া প্রার্থীদের পরিচয় খোঁজার সিদ্ধান্তে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।