চাকরির খবর

চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় নিয়োগ চলছে, কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না

Advertisement

ভারতীয় রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা বা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস -এ। বিভিন্ন ট্রেডের এ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণ দেওয়া হবে। কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সিলেকশন হবে। দেওয়া হলো নিয়োগ পদ্ধতি সহ আরও তথ্যের বিস্তারিত আলোচনা।

পদের নাম- ফিটার।
শূন্যপদ- মোট ২০০ টি। (UR- ১০০, OBC- ৫৪, SC- ৩০, ST- ১৫)

পদের নাম- টার্নার।
শূন্যপদ- মোট ১০ টি। (UR- ১০, OBC- ৫, SC- ৩, ST- ২)

পদের নাম- Machinist.
শূন্যপদ- মোট ৫৬ টি। (UR- ২৯, OBC- ১৫, SC- ৮, ST- ৪)

পদের নাম- ওয়েল্ডার (G & E).
শূন্যপদ- মোট ৮৮ টি। (UR- ৪৪, OBC- ২৪, SC- ১৩, ST- ৭)

পদের নাম- ইলেকট্রিশিয়ান।
শূন্যপদ- মোট ১১২টি। (UR- ৫৭, OBC- ৩০, SC- ১৭, ST- ৮)

পদের নাম- Ref. & A. C. Machanics.
শূন্যপদ- মোট ৪টি। (UR- ২, OBC- ১, SC- ১)

পদের নাম- পেইন্টার (G)
শূন্যপদ- মোট ১২ টি। (UR- ৬, OBC- ৩,SC- ২, ST- ১)

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত পদগুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। সঙ্গে NCVT অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৫/০৯/২০২১ তারিখে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীকে apprenticeshipIndia.org এই ওয়েবসাইটে নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট এবং অন্যান্য ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। আপলোড করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে।

আবেদন করার শেষ তারিখ- ০৩/১০/২০২১
নিয়োগ পদ্ধতি- কোন হাতে লেখা পরীক্ষা অথবা ইন্টারভিউ হবে না। শুধুমাত্র মাধ্যমিক পাশের নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচিত করা হবে।
প্রশিক্ষণের সময়কাল- রেল দপ্তরে নিয়মকানুন মেনে চলবে প্রশিক্ষণ।

চাকরির খবরঃ অষ্টম শ্রেণী পাশে গ্রূপ- ডি কর্মী নিয়োগ

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Related Articles