সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে মাধ্যমিক পাশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- Constable/ Driver
মোট শূন্যপদ- ১৮৩ টি। (UR-76, SC-27, ST-13, OBC-49, EWS- 18)
পদের নাম- Constable/(Driver-cum-pump-Operator)
মোট শূন্যপদ- ২৬৮ টি। (UR-111, SC-40, ST-19, OBC-72, EWS-26)
চাকরির খবরঃ Kolkata Job Fair 2023
বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.cisfrectt.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা। এবং SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card, UPI -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ২২ ফেব্রুয়ারি, ২০২৩
চাকরির খবরঃ রাজ্যে রেশন ডিলার নিয়োগ
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
Physical Standards
Height- 167 Cms
Chest- 80 Cms
Official Notification: Download Now
Apply Now: Click Here