পাঁচ বছর বাদে ফের বদলাতে চলেছে ভারতীয় শিক্ষার অধিকার আইন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এবার থেকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা আর পাবে না সম্পূর্ণ পাশের অধিকার। যথাযথ পরিমাণ নম্বর না পেলে ছাত্র- ছাত্রীরা উত্তীর্ণ হতে পারবে না পরবর্তী শ্রেণীতে। অর্থাৎ আবার পাশ ফেল আসতে চলেছে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র- ছাত্রীদের জন্য।
মাত্র পাঁচ বছর আগেই অর্থাৎ ২০১৯ সালে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে রাজ্যের বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পাশ-ফেল তুলে দেওয়া হয়। অর্থাৎ ছাত্র- ছাত্রীরা পাশ নম্বরের তুলনায় কম নম্বর পেয়েও পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারতেন। ছাত্র- ছাত্রীরা যাতে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর বুনিয়াদি শিক্ষা যাতে লাভ করতে পারেন তার জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তবে এবারে আবারও এই নিয়মের বদল হতে চলেছে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশ ছাত্র- ছাত্রীদের জন্য নতুন স্কলারশিপ
কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয় এবং সৈনিক বিদ্যালয় সহ মোট ৩০০০ টিরও বেশি বিদ্যালয়ে এবার থেকে চালু থাকবে পাশ ফেল প্রক্রিয়া। তবে এই নিয়মটি একেবারে আগের মতো করে চালু হচ্ছে না। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা একটি শ্রেণীতে পাশ নম্বরের তুলনায় কম নম্বর পেলে পরবর্তী দু’মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এই পরীক্ষায় পাশ করে গেলে অকৃতকার্য ছাত্রছাত্রীরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। কিন্তু যে সমস্ত ছাত্র-ছাত্রীরা দ্বিতীয়বারেও অকৃতকার্য হবে, তারা আর সুযোগ পাবে না পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য।
এক্ষেত্রে দ্বিতীয়বারে অকৃতকার্য হওয়ার ছাত্র-ছাত্রীদের জন্য পুনরায় একই ক্লাসে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া হবে বিদ্যালয়ের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে যে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় থেকে বার করে দেওয়ার কোন নিয়ম থাকবে না। এক্ষেত্রে ছাত্র ছাত্রীর পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণটি ভালোভাবে খতিয়ে দেখতে হবে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে এবং এই সমস্ত ছাত্রছাত্রীদের যাতে বিশেষভাবে সহায়তা করতে হবে শ্রেণী শিক্ষক শিক্ষিকাদের।
আরও পড়ুনঃ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, কবে থেকে ফর্ম ফিলাপ শুরু দেখুন
ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় সম্পর্কিত সমস্ত নিয়মাবলী তৈরি করা হয়ে থাকে রাজ্যের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের এই নিয়মকে দেশের বেশ কিছু রাজ্যের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে পশ্চিমবঙ্গ রাজ্যসহ আরও বেশ কিছু রাজ্য রয়েছে যারা কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতি মেনেই এতকাল চলে এসেছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যে এই বিষয়ে বিশেষজ্ঞদের মত নেওয়া হলেও এখনো পর্যন্ত এই বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে।