চাকরির খবর

রাজ্যের দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ, ইমেলের মাধ্যমে আবেদন করুন

Advertisement

সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউটে বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। বিজ্ঞপ্তি নং 01/2021. নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং -এর বিভিন্ন বিভাগে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং -এর যেকোনো ডিগ্ৰী পাশ করে থাকেন তাহলে আপনার জন্য থাকতে পারে বিরাট সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি বিস্তারিত তথ্য নীচে দেওয়া হলো।

পদের নাম- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
পদের কোড- P- 4201*
শূন্যপদ- ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- পদার্থবিদ্যাতে স্নাতক/ মেকানিক্যালে তিন বছরের ডিপ্লোমা/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
বয়স- প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২০,০০০ টাকা।

চাকরির খবর:
১০ হাজার শূন্যপদে গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ
মাধ্যমিক পাশে উপকূলরক্ষী বাহিনীতে নিয়োগ
রাজ্যে জেল হাসপাতালে ইন্টারভিউ দিয়ে চাকরি
উচ্চ মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ
ব্যাংক নোট প্রেসে কর্মী নিয়োগ

পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট- II
পদের কোড- P- 4202
শূন্যপদ- ০১টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ সম্বন্ধীয় দু বছরের অভিজ্ঞতা সহ BE/ ইলেকট্রনিক্স এ B.Tech/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৫,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট- II
পদের কোড- P- 4203
শূন্যপদ- ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ সম্বন্ধীয় দু বছরের অভিজ্ঞতা সহ BE/ ইলেকট্রনিক্স এ B.Tech/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে। GATE/ NET পাস করতে হবে।
অথবা ডেভলপমেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল এবং রিসার্চ সম্বন্ধীয় দু বছরের অভিজ্ঞতা সহ যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ B.Tech/ BE.
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৫,০০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয়টির ক্ষেত্রে হলে সেই ক্ষেত্রে বেতন হবে ২৮,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
পদের কোড- P-4204
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা।
বেতন- প্রতিমাসে ২০,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট- I
পদের কোড- P-4205
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ BE/ B.Tech/ GATE/ NET পাস করতে হবে। অথবা, যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ BE/ B.Tech
বেতন- প্রতি মাসে ৩১,০০০ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় ক্ষেত্রে হলে সেই ক্ষেত্রে বেতন হবে প্রতি মাসে ২৫,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট- I
পদের কোড- P – 4206
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে BE/ B.Tech/ মেকানিক্যাল সিভিল/ Aerospace/Aeronautical Engineering এবং GATE/ NET পাস করতে হবে। অথবা, যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে BE/ B.Tech/ মেকানিক্যাল সিভিল/ Aerospace/ Aeronautical Engineering.
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ৩১,০০০ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় ক্ষেত্রে হলে সেই ক্ষেত্রে বেতন হবে ২৫,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট JRF
পদের কোড- P – 4207
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- BE/ B.Tech/ M.E/ মেকানিক্যালে M.Tech/ ইলেক্ট্রিক্যাল/ মেকাট্রনিক্স/ ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টেশন/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/কম্পিউটার এপ্লিকেশন অথবা M.sc/ রেডিও ফিজিক্স এ M.Tech।GATE/NET পাস করতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রথম দু’বছর প্রতি মাসে ৩১,০০০ টাকা এবং পরের তিন বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট- JRF
পদের কোড- P – 4208
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সাইন্সে BE/ B.Tech এবং ইঞ্জিনিয়ারিং/ IT/ ইলেক্ট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সে M.E/ M.Tech এবং ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল/ পাওয়ার ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।GATE/ NET পাস করতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ৩১,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট- I
পদের কোড- P – 4209
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যালে B.E/ B.Tech/ ইলেকট্রনিক্স/ মেকানিক্স/ ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং।GATE/NET পাস করতে হবে। অথবা, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যালে B.E/ B.Tech/ ইলেকট্রনিক্স/ মেকানিক্স/ ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং।
বেতন- প্রতি মাসে ৩১,০০০ টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হলে প্রতি মাসে ২৫,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট- JRF
পদের কোড- P – 4210
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সাইন্সে BE/ B.Tech এবং ইঞ্জিনিয়ারিং/ IT/ ইলেক্ট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সে M.E/ M.Tech এবং ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল/ পাওয়ার ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।GATE/ NET পাস করতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রথম দু’বছর প্রতি মাসে ৩১,০০০ টাকা এবং পরের তিন বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট- SRF অথবা প্রজেক্ট অ্যাসোসিয়েট – I
পদের কোড- P – 4211
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- প্রজেক্ট -SRF এর ক্ষেত্রে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রিচার্জ সম্বন্ধীয় অভিজ্ঞতা সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং -এ B.E/ B.Tech/ M.E/ M.Tech / ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টেসন/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ রেডিও ফিজিক্স সঙ্গে ইলেকট্রনিক স্পেশালাইজেশন।

প্রজেক্ট অ্যাসোসিয়েট -I এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ B.E/ B.Tech/ M.E/ M.Tech /ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টেসন/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ রেডিও ফিজিক্স সঙ্গে ইলেকট্রনিক স্পেশালাইজেশন।GATE/NET পাস করতে হবে। অথবা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ B.E/ B.Tech/ M.E/ M.Tech/ ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টেসন/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং /রেডিও ফিজিক্স সঙ্গে ইলেকট্রনিক স্পেশালাইজেশন।
বয়স- প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রজেক্ট -SRF এর ক্ষেত্রে প্রতিমাসে ৩৫,০০০ টাকা এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট -I এর ক্ষেত্রে প্রতি মাসে ৩১,০০০ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় ক্ষেত্রে হলে প্রতি মাসে ২৫,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট- JRF
পদের কোড- P – 4212
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে রসায়নবিদ্যা তে স্নাতকোত্তর/এনভায়রনমেন্টাল সায়েন্স /ম্যাটেরিয়াল সায়েন্স/জীব বিদ্যা অথবা কেমিক্যালে B.E/ B.Tech/ M.E/ M.Tech/ বায়োটেকনোলজি এনভায়রনমেন্টাল এ ইঞ্জিনিয়ারিং।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রথম দু’বছর প্রতি মাসে ৩১,০০০ টাকা এবং পরের তিন বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট – I
পদের কোড- P – 4213*
শূন্যপদ- ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে রসায়নবিদ্যা তে স্নাতকোত্তর/ পদার্থবিদ্যা/ পলিমার সায়েন্স অথবা ম্যাটেরিয়াল সায়েন্স এ B.Tech/ পলিমার সায়েন্স /রাবার টেকনোলজি অথবা সমতুল্য কোন ডিগ্রী। GATE/ NET পাস করতে হবে। অথবা, যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়নবিদ্যাতে স্নাতকোত্তর/ পদার্থবিদ্যা / পলিমার সায়েন্স অথবা ম্যাটেরিয়াল সায়েন্স এ B.Tech / পলিমার সায়েন্স/রাবার টেকনোলজি।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৩১,০০০ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় ক্ষেত্রে হলে প্রতি মাসে ২৫,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট – JRF
পদের কোড- P – 4214*
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়নবিদ্যা তে স্নাতকোত্তর অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ B.E/ B.Tech
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১৬,৩০০ টাকা।

পদের নাম- CSIR – UGC JRF ( NET)
পদের কোড- P – 4215
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- জেনারেল এর ক্ষেত্রে অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ অংকতে স্নাকোত্তর‌ এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর,নেট স্কোরের কার্ড থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৩১,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট – JRF
পদের কোড- 4216
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- সেরামিক এ B. E/ B.Tech/ M.E/ M.Tech /মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ম্যাটেরিয়াল সায়েন্স/মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং।NET এবং GATE পাস করতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের নিচে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৩১,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট – JRF
পদের কোড- 4217
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ B. E/ B.Tech/ M.E/ M.Tech / পাওয়ার ইঞ্জিনিয়ারিং/এনার্জি ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। ম্যাটেরিয়াল সায়েন্স/ NET এবং GATE পাস করতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের নিচে হতে হবে।
বেতন- প্রথম দু’বছর প্রতি মাসে ৩১,০০০ টাকা এবং পরের তিন বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট – JRF
পদের কোড- 4218
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে রসায়নবিদ্যাতে স্নাতকোত্তর/ এনভারমেন্ট সাইন্স অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ B. E/ B.Tech/ M.E/ M.Tech ।NET এবং GATE পাস করতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের নিচে হতে হবে।
বেতন- প্রথম দু’বছর প্রতি মাসে ৩১,০০০ টাকা এবং পরের তিন বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট – SRF
পদের কোড- P-4219
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে রিসার্চ সম্বন্ধীয় দু বছরের অভিজ্ঞতা সহ মেকানিক্যালে B. E/ B.Tech/ M.E/ M.Tech/ MS / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সঙ্গে থার্মাল অথবা শক্তিতে বিশেষ ডিগ্রি ফ্লুইড ইঞ্জিনিয়ারিং। NET এবং GATE পাস করতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ৩২ বছরের নিচে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৫,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট – I
পদের কোড- P-4220*
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং -এ B.E/ B.Tech/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা রসায়নবিদ্যাতে স্নাকোত্তর/ বায়োকেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি/ এনভারমেন্টাল সায়েন্স।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের নিচে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৩১,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
পদের কোড- P-4221
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার এ স্নাতক অথবা মেকানিক্যাল/ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা।
বয়স- প্রার্থীর বয়স ৫০ বছরের নিচে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২০,০০০ টাকা।

পদের নাম- UGC JRF ( NET)
পদের কোড- P- 4222
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর সহ পদার্থবিদ্যা/ রসায়নবিদ্যাতে স্নাকোত্তর।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের নিচে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৩১,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট- I
পদের কোড- P- 4223
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ B. E/ B.Tech/ M.E/ M.Tech/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং/এনার্জি ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। ম্যাটেরিয়াল সায়েন্স।NET এবং GATE পাস করতে হবে। অথবা, যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ B. E/ B.Tech/ M.E/M.Tech /পাওয়ার ইঞ্জিনিয়ারিং/এনার্জি ইঞ্জিনিয়ারিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং।ম্যাটেরিয়াল সায়েন্স।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছরের নিচে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৩১,০০০ টাকা এবং শিক্ষাগত যোগ্যতার দ্বিতীয় ক্ষেত্রে হলে প্রতি মাসে ২৫,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
পদের কোড- P- 4224*
শূন্যপদ- ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রনিক্স /ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা।
বয়স- প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ২০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি- সমস্ত আগ্রহী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কসিট, ফটোকপি এবং অন্যান্য সমস্ত ডকুমেন্টস এই ইমেইল আইডিতে temprct@cmeri.res.in পাঠাতে হবে।

ইমেইল পাঠানোর শেষ তারিখ- ১৮/০৬/২০২১

Official Notification

Related Articles