কোল ইন্ডিয়া লিমিটেড (CIL) দিচ্ছে স্কলারশিপ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থার পক্ষ থেকে চলতি বছরেও Coal India Limited EWS Scholarship 2023 -এর আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি এই সংস্থা জানিয়েছে উক্ত স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ভারতবর্ষের মেধাবী ও দুস্থ ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদানের মাধ্যমে সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা, আত্মবিশ্বাস অর্জন, স্বাধীনতা অর্জন এবং কর্মসংস্থানের জন্য উৎসাহিত করতে চায় Coal India Limited। কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Coal India Scholarship 2023
যোগ্যতা – আসুন দেখে নেওয়া যাক কোন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের নূন্যতম বয়স হবে ২৫ বছর। প্রার্থীদের অবশ্যই কেন্দ্র অথবা রাজ্য সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠানের মাইনিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার আইটি, এনভায়রনমেন্ট, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশনস অথবা আইআইটি, এনআইটির মেডিক্যাল বিভাগের পড়ুয়া হতে হবে। সেইসঙ্গে অবশ্যই দারিদ্র সীমার নিচে (BPL) থাকা জাতি হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে আবেদনকারীদের।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে সেরা স্কলারশিপ
টাকার পরিমান – Coal India Limited সংস্থার পক্ষে কোনো নির্দিষ্ট টাকার পরিমান জানানো না হলেও, জানানো হয়েছে যে, পাঠরত পড়ুয়াদের সম্পূর্ণ কোর্স ফি প্রদান করবে সংস্থা।
আবেদন পদ্ধতি – স্কলারশিপের জন্য সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। সেক্ষেত্রে একটি সাদা কাগজে নিজেদের আবেদন জানাতে পারবে ছাত্রছাত্রীরা। আবেদনপত্রের সঙ্গে বর্তমান বছরে পাঠরত থাকার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, নাগরিকত্বের প্রমাণপত্র, BPL তালিকাভুক্ত হওয়ার প্রমাণপত্র ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে পড়ুয়াদের।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – Chief General Manager (Welfare), Coal India Limited, Coal Bhawan, 10, Netaji Subhash Road, Kolkata – 700001, Phone Number – (033)-22488099 Fax Number – (033)-22313875/22135778
আবেদনের সময়সীমা – উক্ত স্কলারশিপের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ১৫ই এপ্রিল, ২০২৪ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হবে।
Official Website: Click Here