বাড়তে চলেছে সহকারী অধ্যাপক নিয়োগে শূন্যপদের সংখ্যা। গত বছর থেকেই রাজ্যের কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ শুরু করেছে কলেজ সার্ভিস কমিশন। গত ৩১শে মার্চের মধ্যে কলেজগুলিকে শূন্যপদের সংখ্যা জেনে পাঠাতে বলা হয়েছিল। তবে এবার সেই সিদ্ধান্তে বদল আনা হলো।
আরও পড়ুনঃ স্কুলেই তৈরি হবে প্রশ্নপত্র জানালো শিক্ষা সংসদ
সূত্রের খবর, এখনও পর্যন্ত গোটা রাজ্যের কলেজ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা এসেছে ১৫০০ টি। তবে সম্প্রতি কমিশনের তরফে এই শূন্যপদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে আগামী জুন মাস পর্যন্ত রাজ্যের কলেজ গুলিতে যত সংখ্যক শূন্যপদ তৈরি হবে তাতেই সহকারি অধ্যাপক নিয়োগ করবে কলেজ সার্ভিস কমিশন। জুন মাস অবধি সময় দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে সংশ্লিষ্ট শূন্যপদের সংখ্যা। সাথে বাড়বে আরও বেশি সংখ্যক প্রার্থীর নিয়োগ পাওয়ার সম্ভাবনা। মনে করা হচ্ছে, এই শূন্যপদের সংখ্যাটা পৌছতে পারে ২০০০ এর কাছাকাছি।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে Coal India -তে চাকরির সুযোগ
প্রসঙ্গত, আগামী মে মাসের মধ্যেই বিভিন্ন বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে কমিশন। এরপর চূড়ান্ত শূন্যপদের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হবে মেধাতালিকা। তারপর যাবতীয় প্রক্রিয়া সেরে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট শূন্যপদে।