চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। সরাসরি কেন্দ্রীয় সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পেতে চলেছেন তাঁরা। কেন্দ্রীয় সংস্থা কম্পিটিশন কমিশনস অফ ইন্ডিয়ায় ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে তাঁদের। এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের এক মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। আজকের এই প্রতিবেদনে আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি- সহ ইন্টার্নশিপের সুযোগ সুবিধাগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হল।
আবেদন যোগ্যতা- অর্থনীতি, আইন, ব্যবস্থাপনা ও অর্থব্যবস্থা নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করা পড়ুয়ারা এই ইন্টার্নশিপের জন্য আবেদন জানাতে পারবেন। পাশাপাশি, রেগুলেটরি গভর্নেন্স নিয়ে মাস্টার্স অফ আর্টস ও মাস্টার্স অফ সায়েন্স ডিগ্রিধারী পড়ুয়ারা, চ্যাটার্ড অ্যাকাউন্টেন্সি ও কস্ট অ্যাকাউন্টেন্সি বিষয়ে কোর্স করা পড়ুয়ারা এবং অর্থনীতির ইন্টিগ্রেটেড ডিগ্রির চতুর্থ ও পঞ্চম বর্ষ, স্নাতকস্তরে আইন নিয়ে দ্বিতীয় ও তৃতীয় বর্ষে পড়াশোনা করা পড়ুয়ারা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের পরে এই কোর্স করলে চাকরি পাক্কা
আবেদন পদ্ধতি- সংশ্লিষ্ট ইন্টার্নশিপটি চলবে বারো মাস ব্যাপী। তবে অগাস্টের ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। এটি চলবে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত। খেয়াল রাখবেন, মোট ১৫ জন প্রার্থীকে নিয়ে চলবে প্রশিক্ষণ।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন
আবেদন জানাবেন কিভাবে- ইন্টার্নশিপের আবেদন জানাতে হবে অনলাইন মারফত। মেলের মাধ্যমে গৃহীত হবে আবেদন। আবেদন জানাতে হলে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্মে যাবতীয় তথ্য দিতে হবে। তবে, আবেদনকারী যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন তার অনুমোদন লাগবে। অ্যাপ্লিকশন ফর্মের সঙ্গে এই অনুমোদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, ফর্মের সঙ্গে ‘স্টেটমেন্ট অফ পারপস’ নামক প্রশিক্ষণের বিষয় সম্পর্কে একটি নিবন্ধ ২০০ শব্দের মধ্যে লিখে জমা দিতে হবে আবেদনকারীদের। এছাড়া, আবেদন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।
ইন্টার্নশিপের সুযোগ সুবিধা- ইন্টার্নশিপে অংশগ্রহণকারী প্রার্থীরা বিশেষজ্ঞদের অধীনে এক মাস ধরে প্রশিক্ষণ নিতে পারবেন। ‘প্রভিশনস অফ কম্পিটিশন অ্যাক্ট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন’ বিষয়ে শেখানো হবে তাঁদের। থাকছে হাতেকলমে কাজ করার সুযোগও। প্রয়োজনে, সময়সীমা বৃদ্ধির আবেদনও জানানো যাবে। প্রশিক্ষণরত প্রার্থীদের মাসে পনেরো হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়া বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।