রাজ্যে নিয়োগের ক্ষেত্রে ফের সামনে এলো আইনি জট। হাইকোর্টে ঝুলে রইলো ২০২০ সালের কনস্টেবল নিয়োগ। হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের অন্তর্বর্তী নির্দেশ জারি হলো। ২০২১ সালের ২৬ শে সেপ্টেম্বর গোটা রাজ্য জুড়ে কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পরীক্ষার ঠিক পূর্ববর্তী সময়ে ৫ জন আবেদনকারী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাদের দাবি, কোনো বিশেষ কারণের জন্য তাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটি বাতিল করা হয়েছে যার ফলে তারা প্রিলিমিনারী পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বাদ পড়েছেন। আদালতের কাছে মামলাকরীদের আবেদন, আদালত যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
এতদিন পর আজ মামলাটির শুনানি চলাকালীন এই নিয়ে প্রশ্ন করা হলে জানা যায়, তাদের মুখের অংশ একটি আচ্ছাদন দিয়ে ঢাকা থাকার কারণেই তাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি বাতিল করা হয়েছিল। কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়োগের ভবিষ্যত মামলার ফলাফলের ওপর নির্ভরশীল থাকবে। মামলাটি পুনরায় ২০২২ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে উঠবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
“পশ্চিমবঙ্গের সব নিয়োগ প্রক্রিয়া আদালতে যাচ্ছে কেন?
নিজের মতামত যুক্তিসহ কমেন্টে জানাবেনhttps://t.co/hMPaHGOEIn#westbengalpolice #westbengal #WBPConstable pic.twitter.com/qA5vXnhnK8
— Exam Bangla (@exambangla) November 22, 2021
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট এ নিয়ে কি পদক্ষেপ নেয় তা এখন দেখার। পাশাপাশি ২০১৯ সালের কনস্টেবল নিয়োগের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়াও মামলার জন্য আটকে রয়েছে। চূড়ান্ত মেধাতালিকায় থাকা কিছু প্রার্থী সফলভাবে ট্রেনিং শেষ করে জয়েনিং করলেও এখনও বহু প্রার্থী ট্রেনিং -এ থেকে বঞ্চিত রয়েছেন।
চাকরির খবরঃ
কলেজে গ্রূপ-ডি কর্মী নিয়োগ
খড়গপুর রেল ডিভিশনে নিয়োগ
পোস্ট অফিসে নিয়োগ চলছে