চাকরির খবর

AYUSH দপ্তরে গ্রূপ- ডি কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

Advertisement

সারা রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের একটি জেলা থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদনেরযোগ্য। কোচবিহারের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে বিভিন্ন পদে শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার শূন্যপদের সম্পর্কে যাবতীয় বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

পদের নাম- গ্রুপ ডি।
শূন্যপদের সংখ্যা- ১ টি
চাকরির স্থান- AYUSH সেট আপ DFW উইং এ, CMOH, কোচবিহার।
যোগ্যতা- রাজ্য সরকারের অবসপ্রাপ্ত কর্মী হতে হবে।
বয়সসীমা- ০১.০১.২০২১ এর মধ্যে প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।
মাসিক বেতন- এই পদের ক্ষেত্রে প্রতি মাসে ৮০০০ টাকা বেতন ধার্য করা হয়েছে।

পদের নাম- Lower Division Assistant (LDA).
শূন্যপদের সংখ্যা- ১ টি
চাকরির স্থান- AYUSH সেট আপ , DFW উইং,CMOH অফিস , কোচবিহার
যোগ্যতা- রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে সেইসঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকা আবশ্যক।
বয়স- এই পদের ক্ষেত্রে ০১.০১.২০২১ এর মধ্যে বয়স ৬২ এর মধ্যে হতে হবে।
মাসিক বেতন- প্রতি মাসে ১০০০০ টাকা বেতন ধার্য করা হয়েছে।

আরও পড়ুনঃ
রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে
রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরির সুযোগ
কল্যাণী এইমস -এ ক্লার্ক নিয়োগ

পদের নাম- GDMO.
শূন্যপদের সংখ্যা- ৮ টি
চাকরির স্থান- ১)দেওয়ানহাট BPHC, ২) পুন্ডিবাড়ি RH, ৩) গোসানিমারি RH, ৪) নাটাবাড়ি RH, ৫) শীতলকুচি RH, ৬) সিতাই RH, ৭) হলদিবাড়ি RH
যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল অথবা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে একজন মেডিক্যাল প্র্যাকটিশনার হিসেবে অভিজ্ঞতা থাকতেই হবে।
বয়সসীমা- ০১.০১.২০২১ এর মধ্যে প্রার্থীর বয়স হতে হবে ৬৫ এর মধ্যে।
মাসিক বেতন- এই পদের ক্ষেত্রে প্রতি মাসে ৬০০০০ টাকা বেতন ধার্য করা হয়েছে।

আবেদনের পদ্ধতি- এই পদগুলির জন্য আলাদা করে আবেদন করতে হবে না। ইন্টারভিউ -এর দিন সরাসরি নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
নিয়োগ পদ্ধতি- ওয়াক- ইন- ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
প্রয়োজনীয় নথিপত্র- ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের সাথে জেরক্স কপি সমেত সেলফ অ্যাটেস্টেড করা কপি সাথে নিয়ে যেতে হবে। যে যে নথি লাগবে সেগুলি হলো –
১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
২) প্রতিটি পোস্ট অনুযায়ী সমস্ত মার্কশিট
৩) ফটোকপি আধার কার্ড/ ভোটার আইডি কার্ড/ অন্যান্য অ্যাড্রেসের প্রমাণপত্র
৪) অভিজ্ঞতার সমস্ত সার্টিফিকেটের ফটোকপি।

আরও পড়ুনঃ স্টাফ সিলেকশন কমিশনের ১৫ টি পরীক্ষার তারিখ প্রকাশ

আবেদন ফি- প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ- ২৯ ডিসেম্বর, ২০২১, সকাল ১১ টা থেকে।
স্থান- চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ , কোচবিহার, লালবাগ বিল্ডিং, দেবীবাড়ি, কোচবিহার- ৭৩৬১০১

Official Notice: Download Now
Official Website: Click Here
Latest Job News: Click Here

Related Articles