জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের তরফে কোচবিহার জেলার উপস্বাস্থ্য কেন্দ্র গুলোতে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে আবেদন পদ্ধতি যোগ্যতা বয়স সংক্রান্ত তথ্য গুলি নিম্নে আলোচনা করা হল।
পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- 17 টি। কোচবিহার ১ ব্লকে 9 টি শূন্যপদ, কোচবিহার ২ ব্লকে 8 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
বয়স- এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীর বয়স 1/1/2022 অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। তাছাড়াও এ ক্ষেত্রে কেবলমাত্র বিধবা,বিবাহিত এবং বিবাহবিচ্ছেদ মহিলারা এই পদের জন্য আবেদন যোগ্য। এমনকি প্রার্থীকে নির্দিষ্ট এলাকার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, সাথে যদি প্রার্থী স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয় তবে তার অগ্রাধিকার সবার আগে।
রাজ্যের ২৩ জেলায় আশা কর্মী নিয়োগ চলছে
আবেদন পদ্ধতি- আবেদন করতে গেলে নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ করে নিজেদের বিডিও অফিসে ড্রপবক্সে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনের শেষ তারিখ 18/1/2022।
নিয়োগ পদ্ধতি- আবেদনকারীদের সম্পূর্ণ তথ্য সঠিকভাবে যাচাই করে সংশ্লিষ্ট বি ডিও অফিসে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় নথিপত্র গুলি হল-
১) আবেদনকারীর আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স।
২) আবেদনকারীর মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং এডমিট কার্ড।
৩) বিধবা বিবাহ বিচ্ছেদ মহিলা হলে তার প্রমান পত্র।
৪) সেই এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে একটি প্রমাণ পত্র।
৫) সাথে আবেদনকারীর দু কপি পাসপোর্ট সাইজ ফটো।
Application form: Download Now
Latest Job Updates: Click Here
Follow us: Click Here