কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ২০২৫ সালের মার্চ মাসের ৮ তারিখ নারীর ক্ষমতায়নে এবং নারীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে গোটা ভারতবর্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এরপরেই মাত্র দুদিনের মধ্যে অর্থাৎ ১০/০৩/২০২৫ পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলায় শুধুমাত্র মহিলাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট বা আনন্দধারা প্রকল্পে কাজ করার জন্য বেশ কয়েকজন মহিলা প্রার্থীকে নিয়োগ করতে চলেছে ওই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর। এই নিয়োগের সমস্ত তথ্য বিশদে জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন এই প্রতিবেদনটি।
পদের নাম- কমিউনিটি রিসোর্স পারসন।
শূন্যপদের সংখ্যা- ৬ টি।
বয়স সীমা- ০১/০১/২০২৫ তারিখের হিসাবে উল্লেখিত পদে আবেদনকারী প্রতিটি চাকরিপ্রার্থীকে ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যবর্তী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের মধ্যে যারা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেছেন তারা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। যদিও এক্ষেত্রে কমার্স গ্রাজুয়েট মহিলা প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। আবেদনকারীকে আবশ্যিকভাবে কম্পিউটার এবং মোবাইল চালানোর দক্ষতা রাখতে হবে এবং বাংলা ভাষায় পারদর্শী হতে হবে। এর পাশাপাশি যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের অন্ততপক্ষে এক বছরের সার্টিফিকেট থাকতে হবে।
আরও পড়ুনঃ উত্তর ২৪ পরগণা জেলার সরকারি হোস্টেলে গ্রুপ- সি কর্মী নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন?
বাসস্থান- উপরে উল্লেখিত পদ্ধতিতে কেবলমাত্র কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের স্থায়ী বাসিন্দা মহিলারাই আবেদন জানাতে পারবেন। এবং ইচ্ছুক মহিলাকে উল্লেখিত ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর স্থায়ী সদস্যা হতে হবে। এছাড়াও যোগ্যতার অন্যান্য তথ্য বিস্তারিত জানতে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে একবার পড়ে নিতে হবে।
নিয়োগ পদ্ধতি- সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনের উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং গ্রুপ ডিসকাশন এর মাধ্যমে উল্লেখিত পদে কর্মী হিসেবে নিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ WB 7th Pay Commission: রাজ্যে কবে সপ্তম বেতন কমিশন চালু হতে পারে? দেখে নিন তাড়াতাড়ি
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক সকল চাকরিপ্রার্থী http://coochbehar.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে সম্পূর্ণ আবেদন পত্রটি ডাউনলোড করে A4 সাইজ পাতায় প্রিন্ট করিয়ে নেবেন। এরপর হাতে-কলমে যথাযথ তথ্যের সাথে আবেদন পত্রটি পূরণ করে সংশ্লেষ্য ব্লকের BDO অফিসে জমা করে আসতে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি চাকরিপ্রার্থীদের ১০/০৩/২০২৫ থেকে ২০/০৩/২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.