রাজ্যে গ্রুপ ডি পদের নিয়োগে দুর্নীতির হদিশ মেলে। বিষয়টি আদালতে পৌছলে বিচারপতি গঙ্গোপাধ্যায় গ্রুপ ডি পদের প্রার্থীদের ওএমআর শিট (উত্তরপত্র) প্রকাশের নির্দেশ দেন। এরপরই এদিন স্কুল সার্ভিস কমিশনের তরফে গ্রুপ ডি পদে নিয়োগ পাওয়া ৪৪৮৭ জন প্রার্থীর ওএমআর শিট প্রকাশ করা হলো।
নিয়োগ দুর্নীতি কান্ডে কার্যত তোলপাড় রাজ্য। অন্যান্য পদের নিয়োগের মতো গ্রুপ ডি পদের ক্ষেত্রেও দুর্নীতি বাদ যায়নি। এ বিষয়ে আদালতে সিবিআই দাবি করে, গ্রুপ ডি পদের নিয়োগে বিস্তর দুর্নীতি হয়েছে। উত্তরপত্রে কারচুপির মাধ্যমে নিয়োগ পেয়েছেন বহু প্রার্থী। এরপর সংশ্লিষ্ট মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে আগামী ৩১শে জানুয়ারির মধ্যে ২০১৬ সালে গ্রুপ ডি পদে নিয়োগ পাওয়া প্রার্থীদের ওএমআর শিটগুলি সামনে আনার নির্দেশ দিয়েছিলেন। এদিন আদালতের নির্দেশ মেনে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে উত্তরপত্রগুলি। যার মধ্যে অধিকাংশ ওএমআর শিটই বিকৃত হওয়ার অভিযোগ রয়েছে।
চাকরির খবরঃ রাজ্যে স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ
প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেও উত্তরপত্রগুলি প্রকাশ করেনি এসএসসি। সম্প্রতি বিচারপতি বিশ্বজিৎ বসু ২৪শে জানুয়ারি একটি মামলার শুনানিতে ফের এসএসসিকে ওএমআর শিটগুলি প্রকাশের নির্দেশ দেন। সূত্রের খবর, সংশ্লিষ্ট মামলার পরবর্তী শুনানি আগামী ৮ ফেব্রুয়ারি।