সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
CPRI Recruitment 2023
Employment No.- CPRI/01/2023
পদের নাম- Engineering Office Grade 1
মোট শূন্যপদ- ৪০ টি। (UR-14, EWS-4, SC-5, ST-2, OBC-15)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.E/ B.tech সহ Gate Score করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৪৪,৯০০/- টাকা।
পদের নাম- Scientific Assistant
মোট শূন্যপদ- ৪ টি।
পদের নাম- Engineering Assistant
মোট শূন্যপদ- ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.sc (Chemistry)/ Engineering -এ Diploma করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- উভয় পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ৩৫,৪০০/- টাকা।
চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে কর্মচারীদের ভবিষ্যত তহবিল সংস্থায় নিয়োগ
পদের নাম- Technical Grade 1
মোট শূন্যপদ- ২৪ টি। (UR-8, EWS-2, OBC- 14)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI Course করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১৯,৯০০/- টাকা।
পদের নাম- Assistant Grade II
মোট শূন্যপদ- ১৮ টি। (UR- 8, EWS- 2, SC-3, OBC-5)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduate সহ Typing কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৫,৫০০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৪ এপ্রিল, ২০২৩
Official Notification: Download Now
Apply Now: Click Here