সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্স (CRPF) এর তরফে কনস্টেবল পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। সেক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। আবেদন জানানো যাবে আগামী ২৪শে এপ্রিল ২০২৩ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা (crpf.gov.in) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
আবেদন জানাবেন কিভাবে?
১) আবেদন জানানোর জন্য প্রার্থীদের প্রথমে (crpf.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার রেজিস্ট্রেশনের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে আবেদন মূল্য জমা করতে হবে।
৪) ফর্মটি সাবমিট করে প্রিন্ট করে নিতে হবে প্রার্থীদের।
চাকরির খবরঃ রাজ্যে শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে কর্মী নিয়োগ
CRPF এর তরফে প্রায় ৯,২১২ টি শূন্যপদে মহিলা ও পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET), PST, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল একজ়ামিশনের সহ বেশ কিছু ধাপের পর নির্বাচিত প্রার্থীদের শূন্যপদে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার আবেদনমূল্য ধার্য হয়েছে ১০০/- টাকা। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কিছু ছাড় রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। এ বিষয়ের আপডেট পেতে ওয়েবসাইটে নজর রাখবেন প্রার্থীরা।
Apply Now: Click Here