শিক্ষার খবর

CSIR-UGC NET 2023: পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে এনটিএ! ডাউনলোড করবেন কিভাবে? জেনে নিন

Advertisement

দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর তরফে প্রকাশ করা হয়েছে জয়েন্ট CSIR-UGC NET 2023 ডিসেম্বর ২০২২- জুন ২০২৩ পরীক্ষার অ্যাডমিট কার্ড। পরীক্ষার্থীরা (http://csirnet.nta.nic.in/) ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?

১) প্রার্থীদের প্রথমে (csirnet.nta.nic.in)-এ যেতে হবে।

২) এরপর JOINT CSIR UGC NET December 2022/June 2023 Examination (Admit Card) লিঙ্কে ক্লিক করতে হবে।

চাকরির খবরঃ রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

৩) প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৪) স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন। এটি ডাউনলোড করে নেবেন পরীক্ষার্থীরা।

জয়েন্ট সিএসআইআর – ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে আগামী ৬ জুন ২০২৩ থেকে। জুনের ৬, ৭ ও ৮ তারিখে আয়োজিত হবে পরীক্ষা। ৬ জুন দুটি শিফটে নেওয়া হবে জীবন বিজ্ঞানের পরীক্ষা। ৭ জুন প্রথম শিফটে হবে রসায়ন ও দ্বিতীয় শিফটে হবে গণিতের পরীক্ষা। ৮ তারিখ সকালের শিফটে ভৌত বিজ্ঞান, পৃথিবী, সমুদ্র, বায়ুমণ্ডল বিজ্ঞান ও প্ল্যানেটারি সায়েন্সের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল এক্সাম সিটি ইন্টিমিশন স্লিপ। আর এবার প্রকাশ পেল অ্যাডমিট কার্ড। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

চাকরির খবরঃ পশ্চিম বর্ধমান জেলায় রুরাল লাইব্রেরিয়ান নিয়োগ

UGC NET 2023

Official Notification: Download Now

Related Articles