এক নজরে
CTET Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর এল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। বিশেষত যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষকতার চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বিরাট সুখবর। অবশেষে কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য CTET 2024 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হল। একইসঙ্গে সংশ্লিষ্ট নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল অনলাইনে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন ফি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
Employment No.— CTET 2024
CTET Recruitment 2024
CTET Recruitment 2024 | |
Exam Name | CTET December 2024 |
Board Name | Central Board of Secondary Education |
Mode of Application | Online |
Application Start | 17 September, 2024 |
Application End | 16 October, 2024 |
CTET Recruitment 2024 Qualification
✅ শিক্ষাগত যোগ্যতা
মূলত দুধরনের পদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে নুন্যতন ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একইসঙ্গে প্রার্থীকে ২ বছরের D.El.Ed প্রশিক্ষণ কোর্স উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
অপরদিকে, প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রী সম্পন্ন করতে হবে। এরই পাশাপাশি প্রার্থীদের B.Ed প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
চাকরির খবরঃ ভারতীয় রেলে ৮ হাজার শূন্যপদে নিয়োগের আবেদন চলছে
CTET Recruitment 2024 Age Limit
✅ বয়সসীমা
কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক অথবা শিক্ষিকা পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স নূন্যতম ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে। বর্তমানে এই পদে আবেদনের ক্ষেত্রে বয়সের নির্দিষ্ট কোনো ঊর্ধ্বসীমা নেই। বয়সের ঊর্ধ্বসীমা না থাকার কারণে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড়ের বিষয়টি এখানে লাগু করার প্রয়োজন নেই।
CTET Recruitment 2024 Exam Syllabus
দুটি আলাদা বিভাগে শিক্ষক নিয়োগের জন্য দুটি আলাদা সিলেবাসের পরীক্ষা আয়োজিত হয় এই নিয়োগের জন্য। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে ‘পেপার ১’ পরীক্ষা। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক অথবা শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে ‘পেপার ২’ পরীক্ষা। নিচে এই দুটি পরীক্ষার সিলেবাস এবং নম্বর বিভাজন টেবিল আকারে দেওয়া হল।
CTET Paper 1 পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন | ||
শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা | ৩০ টি প্রশ্ন | ৩০ নম্বর |
গণিত | ৩০ টি প্রশ্ন | ৩০ নম্বর |
পরিবেশ বিদ্যা | ৩০ টি প্রশ্ন | ৩০ নম্বর |
ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা (১) | ৩০ টি প্রশ্ন | ৩০ নম্বর |
ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা (২) | ৩০ টি প্রশ্ন | ৩০ নম্বর |
মোট | ১৫০ টি প্রশ্ন | ১৫০ নম্বর |
CTET Paper 2 পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন | ||
শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা | ৩০ টি প্রশ্ন | ৩০ নম্বর |
গণিত এবং বিজ্ঞান অথবা সামাজিক বিজ্ঞান | ৬০ টি প্রশ্ন | ৬০ নম্বর |
ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা (১) | ৩০ টি প্রশ্ন | ৩০ নম্বর |
ল্যাঙ্গুয়েজ পেপার ভাষা (২) | ৩০ টি প্রশ্ন | ৩০ নম্বর |
মোট | ১৫০ টি প্রশ্ন | ১৫০ নম্বর |
CTET Recruitment 2024 Application Process
✅ আবেদন পদ্ধতি
এই পদগুলির ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন নথিভুক্ত করতে হবে প্রার্থীদের। অনলাইনের আবেদন জানানোর ক্ষেত্রে প্রার্থীদের ctet.nic.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে প্রথমে নিজের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আগ্রহী প্রার্থীকে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর Apply for CTET Dec-2024 অপশনে ক্লিক করে অনলাইন আবেদনের পেজটি খুলতে হবে। উক্ত পেজে প্রয়োজন অনুযায়ী সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। তথ্য পূরণের পর নির্দেশ অনুযায়ী গুরুত্তপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদন ফি পেমেন্ট করে Application Number টি সেভ করে নিতে হবে।
চাকরির খবরঃ এক নজরে দেখে নিন এই মুহূর্তে অন্যান্য যে সব সরকারি চাকরির আবেদন চলছে
CTET Recruitment 2024 Application Fee
✅ আবেদন ফি
কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আবেদন জানানোর ক্ষেত্রে ‘পেপার ১’ অথবা ‘পেপার ২’ পরীক্ষার জন্য জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ১০০০/- টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। একইসঙ্গে দুটি পরীক্ষায় আবেদন জানানোর ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ১২০০/- টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৬০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট অথবা ক্রেডিট কার্ড এবং ইউপিআই সিস্টেমের মধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন প্রার্থীরা।
CTET Recruitment 2024 Documents
✅ প্রয়োজনীয় ডকুমেন্টস
☑ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
☑ বয়সের প্রমাণপত্র
☑ আধার অথবা ভোটার কার্ড
☑ পাসপোর্ট সাইজের ছবি
☑ পরিষ্কার সাদা কাগজে করা সাক্ষর
CTET Recruitment 2024 Important Dates
✅ আবেদনের শেষ তারিখ
এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অনলাইন পদ্ধতিতে আবেদন নথিভুক্ত করার এবং আবেদন ফি জমা করার শেষ তারিখ হল ১৬ অক্টোবর ২০২৪।