কমন এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট স্নাতক (CUET UG) পরীক্ষা ২০২৩ এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হলো। এর আগে ইউজিসির বিজ্ঞপ্তি অনুসারে CUET পরীক্ষার আবেদন গ্রহণের সময়সীমা ছিল ১২ ই মার্চ পর্যন্ত। তবে এবার তা বৃদ্ধি করে ৩০শে মার্চ করা হয়েছে। পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য (cuet.samarth.ac.in) ওয়েবসাইটে যেতে হবে পরীক্ষার্থীদের।
‘CUET’ পরীক্ষার আবেদন জানাবেন কিভাবে?
১) পরীক্ষায় আবেদন জানানোর জন্য পরীক্ষার্থীদের প্রথমে (cuet.samarth.ac.in) এ ক্লিক করতে হবে।
২) এরপর হোমপেজে ‘CUET UG 2023’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
৪) এরপর আবেদন ফি জমা করতে হবে।
৫) এবার আবেদনপত্রটি সাবমিট করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।
চাকরির খবরঃ রাজ্যে রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সিইউইটি পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের। সূত্রের খবর, ৪৪টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ৩১টি রাজ্য বিশ্ববিদ্যালয় সহ ১৬৮টি বিশ্ববিদ্যালয়ে সিইউইটি স্নাতক পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। দ্বাদশ শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া ২০২৩ সালের দ্বাদশ শ্রেণীতে পড়া প্রার্থীদের জন্যও পরীক্ষায় বসার সুযোগ থাকছে। সংশ্লিষ্ট পরীক্ষাটি আয়োজন করা হবে আগামী ১২ থেকে ৩১শে মে। আবেদনপত্রের সংশোধন করা যাবে ১ থেকে ৩ এপ্রিল। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।