কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট স্নাতক (CUET UG) ২০২৩ পরীক্ষা আয়োজিত হতে চলেছে মে মাসের ১২ থেকে ৩১ তারিখ নাগাদ। গত ১১ই এপ্রিল শেষ হয়েছে পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া। এর আগে একবার আবেদনপত্র সংশোধনের সুযোগ দিয়েছিল এনটিএ। তবে এবার ফের CUET আবেদনপত্র সংশোধন করতে পারবেন প্রার্থীরা। পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট মারফত ২মে পর্যন্ত এই সংশোধন করা যাবে।
অ্যাপ্লিকেশন ফর্ম এডিট করবেন কিভাবে?
১) প্রার্থীদের প্রথমে (cuet.samarth.ac.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর CUET UG পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম এডিটের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার আবেদনপত্রে তথ্যগুলি এডিট করতে পারবেন।
৪) তথ্য এডিটের পর অ্যাপ্লিকশন ফর্মটি সাবমিট করে সেভ করে নেবেন প্রার্থীরা।
আরও পড়ুনঃ রাজ্যে গ্রূপ ডি কর্মী নিয়োগ
প্রসঙ্গত, দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য CUET UG পরীক্ষায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। দ্বাদশ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা ২০২৩ সালে দ্বাদশ শ্রেণীতে পড়া প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন। স্নাতক স্তরে ভর্তির জন্য এই CUET UG পরীক্ষা আয়োজিত হবে কম্পিউটার ভিত্তিক (সিবিটি) মোডে। হিন্দি, ইংরেজি, বাংলা সহ মোট তেরোটি ভাষায় পরীক্ষা নেওয়া হবে।