জেনারেল নলেজ

ভারতের মুখ্যমন্ত্রী তালিকা 2024 | রাজ্য অনুযায়ী মুখ্যমন্ত্রীদের নামের তালিকা 2024

Advertisement

ভারতের মুখ্যমন্ত্রী তালিকা 2024: চাকরিপ্রার্থীদের জন্য ভারতীয় সংবিধান এবং ভারতীয় রাজনীতি জেনারেল স্টাডিজের অতন্ত্য গুরুত্ত্বপূর্ণ একটি বিষয়। আজকের প্রতিবেদনে ভারতের মুখ্যমন্ত্রী তালিকা 2024 আপলোড করা হল। বর্তমানে জম্মু ও কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা হওয়ার পর ভারতের মোট ২৮ টি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের নামের তালিকা দেওয়া হল। ভারতের মুখ্যমন্ত্রী তালিকা 2024 থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে।

ভারতের মুখ্যমন্ত্রী তালিকা 2024

বর্তমানে ভারতের মোট রাজ্যের সংখ্যা ২৮ টি। প্রতিটি রাজ্যে আলাদা আলাদা ভাবে বিধানসভা নির্বাচনের মাধ্যমে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়। বিধানসভা নির্বাচন একটি রাজ্য স্তরের নির্বাচন যেটি মূলত কেন্দ্রীয় নির্বাচন কমিশন আয়োজন করে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে। নিচে বর্তমান ভারতের মোট ২৮ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম তালিকা সহ তাদের রাজনৈতিক দলের নাম দেওয়া হল।

ভারতের মুখ্যমন্ত্রী তালিকা 2024

ভারতের মুখ্যমন্ত্রী তালিকা 2024
রাজ্যের নামমুখ্যমন্ত্রীর নামপার্টির নাম
অন্ধ্র প্রদেশএন. চন্দ্রবাবু নাইডতেলেগু দেশম পার্টি
অরুণাচল প্রদেশপেমা খান্ডুভারতীয় জনতা পার্টি
আসামহেমন্ত বিশ্ব শর্মাভারতীয় জনতা পার্টি
বিহারনিতিশ কুমারজনতা দল ইউনাইটেড
ছত্রিশগড়বিষ্ণুদেব রাওভারতীয় জনতা পার্টি
দিল্লিঅরবিন্দ কেজরিওয়ালআম আদমি পার্টি
গোয়াপ্রমোদ সাওয়ান্তভারতীয় জনতা পার্টি
গুজরাটউপেন্দ্র প্যাটেলভারতীয় জনতা পার্টি
হরিয়ানানায়েব সিং সাইনীভারতীয় জনতা পার্টি
হিমাচল প্রদেশসুখবিন্দর সিং সুক্ষুজাতীয় কংগ্রেস
ঝাড়খন্ডচম্পাই সরেনঝাড়খন্ড মুক্তি মোর্চা
কর্ণাটকসিদ্ধারামাইয়াজাতীয় কংগ্রেস
কেরলপিনারাই বিজয়নকমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী)
মধ্যপ্রদেশমোহনলাল যাদবভারতীয় জনতা পার্টি
মহারাষ্ট্রএকনাথ শিন্ডেশিবসেনা
মনিপুরএন. বীরেন সিংভারতীয় জনতা পার্টি
মেঘালয়কনরাদ সাংমান্যাশনাল পিপলস পার্টি
মিজোরামলালদুহমাজোরাম পিপলস মুভমেন্ট
নাগাল্যান্ডনেইপহিউ রিওন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি
ওড়িশামোহন চরণ মাঝিভারতীয় জনতা পার্টি
পুদুচেরিএন. রঙ্গাস্বামীঅল ইন্ডিয়া এন. আর. কংগ্রেস
পাঞ্জাবভগবন্ত সিং মানআম আদমি পার্টি
রাজস্থানভজন লাল শর্মাভারতীয় জনতা পার্টি
সিকিমপ্রেম সিং তামাংসিকিম ক্রান্তিকারী মোর্চা
তামিলনাড়ুএম. কে. স্টালিনদ্রাবিড়া মুন্নেত্রা কাজহগম
তেলেঙ্গানারেবন্ত রেড্ডিজাতীয় কংগ্রেস
ত্রিপুরামানিক সাহাভারতীয় জনতা পার্টি
উত্তর প্রদেশযোগী আদিত্যনাথভারতীয় জনতা পার্টি
উত্তরাখণ্ডপুষ্কর সিং ধামিভারতীয় জনতা পার্টি
পশ্চিমবঙ্গমমতা ব্যানার্জিতৃণমূল কংগ্রেস

ভারতের মুখ্যমন্ত্রী তালিকা 2024

পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম

পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। ৩ জুলাই, ১৯৪৭ থেকে ২২ জানুয়ারি, ১৯৪৮ তারিখ পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। তাঁর পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ড.বিধানচন্দ্র রায়

পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম

পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হল মমতা বন্দোপাধ্যায়। ২০ মে, ২০১১ তারিখ থেকে বর্তমান সময় অবধি তিনি এই পদে আসীন আছেন। তাঁর পূর্ববর্তী মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য

মুখ্যমন্ত্রীর কাজের মেয়াদ

গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রতিটি রাজ্য সরকারের কাজের মেয়াদ হল ৫ বছর। সেই অনুযায়ী প্রত্যেক মুখ্যমন্ত্রীর কার্যকাল ৫ বছরের। প্রত্যেক ৫ বছরে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন অথবা পুনর্গঠন হয়। নির্বাচনে জয়লাভকারী দলের বিধায়কগণ আলোচনার ভিত্তিতে মুখ্যমন্ত্রী নির্বাচন করেন।

ভারতের মুখ্যমন্ত্রী তালিকা 2024

Related Articles