শিক্ষার খবর

D.El.Ed পরীক্ষা স্থগিত! বিজ্ঞপ্তি দিয়ে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ

Advertisement

ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (D.El.Ed.) ২০২১- ২৩ সেশনের পার্ট ওয়ান এর পরীক্ষা (D.El.Ed Part- 1 Exam) স্থগিত করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এ বিষয়ে। আর কিছুদিনের মধ্যেই ডি.এল.এড পার্ট ওয়ান পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিশেষ কিছু কারণে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

রাজ্যে প্রাথমিকের শিক্ষক হওয়ার গুরুত্বপূর্ণ ট্রেনিং কোর্স হিসেবে পরিচিত এই ডি.এল.এড। এই কোর্সে প্রতি বছর ভর্তি হন বহু সংখ্যক প্রার্থী। দুই বছরের ব্যবধানে চারটি সেমিস্টার নেওয়া হয় এই কোর্সে। এর আগের নির্দেশ অনুসারে ২০২১-২৩ সেশনের ডি.এল.এড পার্ট ওয়ান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী ৯ই মার্চ থেকে। তবে এই পরীক্ষা স্থগিত করতে বাধ্য হলো পর্ষদ।

আরও পড়ুনঃ প্রাইমারি ইন্টারভিউতে একাধিক বেনিয়মের অভিযোগ

D.el.ed exam postpone notice

রাজ্যে ডি.এল.এড কোর্স নিয়ে জটিলতা চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে সামনে আসছে বহু চাঞ্চল্যকর তথ্য। বেসরকারি ডি.এল.এড কলেজগুলিতে অফলাইনে টাকার বিনিময়ে ভর্তি নেওয়ার অভিযোগ উঠেছে। আবার পঠনপাঠন না করেই ডি.এল.এড সার্টিফিকেট মেলার অভিযোগও এসেছে। এছাড়া ডি.এল.এড সম্বন্ধীয় মামলা আদালতে বিচারাধীন। এর মধ্যে অফলাইনে ভর্তি হওয়া পড়ুয়াদের রেজিস্ট্রেশন নিতে নারাজ ছিল পর্ষদ। এদিকে অফলাইনে ভর্তি হওয়া পড়ুয়ারা সংশ্লিষ্ট কারণে ক্ষোভ উগরে দেয়। আর এই বিতর্কের বাতাবরণে এদিন পর্ষদ ডি.এল.এড পার্ট ওয়ানের পরীক্ষা স্থগিতকরণের সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে।

join Telegram

Related Articles