জটিলতায় পড়েছিলেন অফলাইনে ভর্তি নেওয়া ডি.এল.এড পড়ুয়ারা। ক্লাস করা সত্ত্বেও পরীক্ষায় বসতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন তাঁরা। তবে এবার আদালতের নির্দেশ পেতে কিছুটা স্বস্তি মিললো তাঁদের। মঙ্গলবার হাইকোর্ট জানিয়েছে, যে সকল ডি.এল.এড পড়ুয়ারা নিয়ম মেনে ক্লাস করেছেন, তাঁরা উপযুক্ত তথ্য সহ প্রমাণ করতে পারলে পরীক্ষায় বসার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।
মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, যদি কেন্দ্রীয় পরীক্ষা নিয়ামক সংস্থার নিয়ম মেনে ক্লাস করে থাকেন, তবে পরীক্ষায় বসার বাধা কাটাতে পারবেন প্রার্থীরা। তবে সেক্ষেত্রে ডি.এল.এড কলেজ গুলিকে অফলাইনে ভর্তি হওয়া পড়ুয়াদের হাজিরা সংক্রান্ত পরিসংখ্যানটি এবং এই সংক্রান্ত তথ্যগুলি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জমা করতে হবে। এর জন্য এক সপ্তাহ সময় পাবে কলেজগুলি।
আরও পড়ুনঃ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টে কর্মী নিয়োগ
হাইকোর্ট জানায়, সমস্ত তথ্যগুলি খতিয়ে দেখবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর সেই অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হবে। পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করবে পর্ষদ। প্রসঙ্গত, ডি.এল.এড কলেজগুলির দুর্নীতির ঘটনা এর আগে প্রকাশ্যে এসেছিল। যার দরুণ অনিশ্চিত হয়ে পড়ে অফলাইনে ভর্তি হওয়া ডি.এল.এড প্রার্থীদের ভবিষ্যত। তবে এবার ২০২১-২৩ শিক্ষাবর্ষের পরীক্ষা নিয়ে কিছুটা আশার আলো দেখা গেল।