বকেয়া ডিএ-এর দাবিতে সোচ্চার রাজ্যে সরকারি কর্মীরা। ডিএ প্রসঙ্গে আদালতে দায়ের হয় মামলা। সময় এগোতে হাইকোর্ট থেকে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আজ ১৪ জুলাই ছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। শীর্ষ আদালতের রায়ের দিকে তাকিয়ে আশায় বুক বেঁধেছিলেন রাজ্য সরকারি কর্মীরা। মনে করা হচ্ছিল, এদিন বিচারপতিদের রায় যাবে সরকারি কর্মীদের দিকেই। অতএব শুক্রে সুখবর পাওয়ার আশায় প্রহর গুনছিলেন তাঁরা। এদিন আদালতের সিদ্ধান্তে আরও একবার আশাহত হতে হল সরকারি কর্মীদের।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, ১৪ তারিখ শীর্ষ আদালতের নয়া বেঞ্চে উঠবে রাজ্যের ডিএ সংক্রান্ত মামলাটি। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি মিত্তলের বেঞ্চে, দশ নম্বর আদালত কক্ষে মোট ৫৯টি মামলার পরে ডিএ মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। এদিন বিচারপতিদের বেঞ্চে মামলাটি উঠলেও কোনোও চূড়ান্ত রায়দান হল না। তার বদলে পিছিয়ে দেওয়া হল ডিএ (DA) মামলার শুনানি। এমনকি এরপর শুনানির দিন কবে তাও জানানো হয়নি সুপ্রিম কোর্টের তরফে।
আরও পড়ুনঃ চন্দ্রযান উৎক্ষেপণে কত টাকা খরচ হয়েছে?
সূত্রের খবর, এদিন সুপ্রিম কোর্টের আদালত কক্ষে রাজ্য সরকার তরফের আইনজীবী সওয়াল করেন, পশ্চিমবঙ্গে প্রায় চার লক্ষ সরকারি কর্মী কর্মরত রয়েছেন। এত সংখ্যক প্রার্থীর বকেয়া ডিএ মেটাতে গেলে প্রয়োজন ৪১,০০০ কোটি টাকা। এই পরিস্থিতিতে দীর্ঘ শুনানির প্রয়োজন আছে বলে জানান তিনি। রাজ্যের সওয়াল শুনে বিচারপতি রায় ও মিত্তলের বেঞ্চ নির্দেশ দেন, ডিএ মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। তাই আপাতত এই মামলার শুনানিকে পিছিয়ে দেওয়া হল। মামলাটি কবে আবার সুপ্রিম কোর্টে উঠবে, তা এখনও জানানো হয়নি।
আরও পড়ুনঃ ডিএ নিয়ে বিরাট সুখবর দিলো সরকার