বকেয়া ডিএ ও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে ক্রমাগত লড়ে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। আন্দোলন, বিক্ষোভের পাশাপাশি সুপ্রিম কোর্টে চলছে মামলা। নভেম্বর মাসে এই মামলার শুনানি হওয়ার কথা। আগামী ৩ নভেম্বর শীর্ষ আদালতে উঠবে রাজ্যের ডিএ মামলা। সম্প্রতি সাংবাদিক বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর এই বক্তব্যের রেশ ধরেই এবার খানিকটা স্বস্তি পেলেন রাজ্য সরকারি কর্মীরা।
ঠিক কী বলেছেন শুভেন্দু অধিকারী? সূত্রের খবর, শীর্ষ আদালতে রাজ্যের ডিএ মামলাকে তিনি যে মোটেই হালকা ভাবে নিচ্ছেন না, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, ৩ নভেম্বর সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা উঠবে, সেখানে বিজেপি সরকারি কর্মচারী পরিষদের তরফে দুজন সিনিয়র আইনজীবী থাকবেন। ৩ তারিখেই যাতে মামলার নিষ্পত্তি হয়, তার জন্য কার্যত জোরদার প্রস্তুতি নিয়েই নামবেন তাঁরা। এর পাশাপাশি বিরোধী দলনেতার বক্তব্য, রাজ্য সরকার সিনিয়র আইন জীবীদের দাঁড় করিয়ে যে বারংবার শুনানি পিছিয়ে নিয়ে যাচ্ছে তা আর পুনরাবৃত্তি হবে না। অর্থাৎ শীঘ্রই মামলার শুনানি শেষে সুখবর আসবে সরকারি কর্মীদের জন্য।
আরও পড়ুনঃ ১২ হাজার শূন্যপদে ‘গ্রুপ- ডি’ কর্মী নিয়োগ রাজ্যে
প্রসঙ্গত, ডিএ মামলা নিয়ে প্রথম থেকেই আত্ম বিশ্বাসী রাজ্য সরকারি কর্মীবৃন্দ। মামলার সুফল যে তাঁদের দিকেই আসবে, তা নিয়ে প্রথম থেকেই আশা বুনেছেন তাঁরা। তবে মামলার দিকে তাকিয়ে হাত গুটিয়ে বসে থাকতে নারাজ রাজ্য সরকারি কর্মীরা। দীপাবলির মরশুমে নতুন কর্মসূচিও গ্রহণ করতে পারেন তাঁরা। তবে আপাতত ৩ নভেম্বরের জন্য অপেক্ষারত রাজ্য সরকারি কর্মীরা। মামলার দাঁড়িপাল্লার গতি যাতে ফের না থমকে যায়, এখন সেটাই চাওয়া তাঁদের।