কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 বিজয়ী তালিকা | Dadasaheb Phalke Award 2024 Winners List

Advertisement

দাদাসাহেব ফালকে পুরস্কার 2024: ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সর্বোচ্চ পুরস্কার হল দাদাসাহেব ফালকে পুরস্কার। প্রতিবছরই দাদাসাহেব ফালকে পুরস্কার নিয়ে আগ্রহ থাকে সিনেমা প্রেমীদের মধ্যে। দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 নিয়েও দর্শকমহলে চূড়ান্ত রকমের উত্তেজনা ছিল। কোন সিনেমা, কোন শিল্পীরা দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 -এ পুরস্কৃত হলেন তা জানার জন্য আগ্রহী ছিলেন সবাই। দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 অনুষ্ঠান মঞ্চে কারা পুরস্কৃত হলেন জানার জন্য আমাদের আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। এই প্রতিবেদন থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন।

দাদাসাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke Awards)

বার্ষিক ভাবে দাদাসাহেব ফালকে পুরস্কার দেয়া হয় ডাইরেক্টরেট অব ফিল্ম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Flim Awards) সংস্থার পক্ষ থেকে। ১৯৬৯ সাল থেকে এই পুরস্কার দেওয়ার প্রথা শুরু করা হয়েছে। ভারতীয় সিনেমায় বিশেষ কৃতিত্ব রাখার জন্য বিভিন্ন শিল্পীদের এই পুরস্কারে পুরস্কৃত করা হয়। দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 -এর মঞ্চে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শিল্পীদের এই পুরস্কার প্রদান করা হয়েছে।

দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 (Dadasaheb Phalke Awards 2024)

প্রতিবছরের রীতি মেনে এবারেও আয়োজন করা হল দাদাসাহেব ফালকে পুরস্কার 2024। বছরের শুরু থেকেই দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য অপেক্ষায় ছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের নির্মাতা, অভিনেতা অভিনেত্রী সহ সিনেমা জগতের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। গত ২১ জানুয়ারি তারিখে এই পুরস্কার প্রদান করা হয়। মোট ৩৪ টি বিভাগে এই পুরস্কার দেয়া হয়েছে প্রত্যেক বিভাগের সেরা শিল্পীদের হাতে। কারা হলেন দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 -এর বিজয়ী আসুন এক নজরে দেখে নেওয়া যাক?

2024 সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে সেরা চলচ্চিত্র কোনটি?

দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 -এর জন্য নির্বাচিত সেরা সিনেমা হল শাহরুখ খান অভিনীত জওয়ান (Jawan)। শাহরুখ খানের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন বিখ্যাত দক্ষিণী অভিনেত্রী নয়নতারা এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

2024 সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে সেরা অভিনেতা কে নির্বাচিত হয়েছেন?

দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 -এর মঞ্চে এবারের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাহরুখ খান। তার অভিনীত জওয়ান সিনেমার জন্য তিনি এই পুরস্কার জিতে নিয়েছেন। অন্যদিকে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য এবারের সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রানী মুখার্জি।

দাদাসাহেব ফালকে পুরস্কার 2024

দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 বিজয়ী তালিকা

দাদাসাহেব ফালকে পুরস্কার 2024 বিজয়ী তালিকা
বিভাগবিজয়ী
সেরা চলচ্চিত্রজওয়ান
সেরা চলচ্চিত্র (ক্রিটিক্স)টুয়েলভথ ফেল
সেরা অভিনেতাশাহরুখ খান (জওয়ান)
সেরা অভিনেতা (ক্রিটিক্স)ভিকি কৌশল (স্যাম বাহাদুর)
সেরা অভিনেত্রীরানী মুখার্জী (মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে)
সেরা অভিনেত্রী (ক্রিটিক্স)করিনা কাপুর খান (জানে জাঁ)
সেরা পরিচালকসন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিমাল)
সেরা পরিচালক (ক্রিটিক্স)অ্যাটলি (জওয়ান)
সেরা সঙ্গীত পরিচালকঅনিরুদ্ধ রবিচন্দর (জওয়ান)
সেরা প্লেব্যাক গায়কবরুণ জৈন এবং শচীন জিগার (তেরে ভাস্তে-জারা হাটকে জারা বচকে)
সেরা প্লেব্যাক গায়িকাশিল্পা রাও (বেশরম রং-পাঠান)
নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতাববি দেওল (অ্যানিমাল)
কমিক চরিত্রে সেরা অভিনেতাআয়ুষ্মান খুরানা (ড্রিম গার্ল ২)
কমিক চরিত্রে সেরা অভিনেত্রীসান্যা মালহোত্রা (কাঁঠাল)
সেরা পার্শ্ব অভিনেতাঅনিল কাপুর (অ্যানিমাল)
সেরা পার্শ্ব অভিনেত্রীডিম্পল কপাড়িয়া (পাঠান)
সেরা প্রতিশ্রুতিশীল অভিনেতাবিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)
সেরা প্রতিশ্রুতিশীল অভিনেত্রীআদা শর্মা (দ্য কেরালা স্টোরি)
সেরা বহুমুখী অভিনেত্রীনয়নতারা
সেরা লিরিক্সজাভেদ আখতার (নিকলে দ্য কাভি হাম ঘর সে-ডানকি)
সেরা শর্ট ফিল্মগুড মর্নিং
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মওপেনহাইমার
সেরা সিনেমাটোগ্রাফারজ্ঞান শেখর VS (IB71)
সেরা ওয়েবসিরিজফারজি
সেরা ওয়েব সিরিজ (ক্রিটিক্স)দ্য রেলওয়ে মেন
সেরা অভিনেতা (ওয়েব সিরিজ)শাহিদ কাপুর (ফারজি)
সেরা অভিনেতা (ওয়েব সিরিজ) (ক্রিটিক্স)আদিত্য রায় কাপুর (নাইট ম্যানেজার)
সেরা অভিনেত্রী (ওয়েব সিরিজ)সুস্মিতা সেন (আরিয়া সিজন ৩)
সেরা অভিনেত্রী (ওয়েব সিরিজ)(ক্রিটিক্স) কারিশমা তান্না (স্কুপ)
চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানমৌসুমী চ্যাটার্জি
সঙ্গীত জগতে অসামান্য অবদানকে.জে. যেসুদাস
বছরের সেরা টেলিভিশন সিরিজগুম হ্যায় কিসিকে পেয়ার মে
টেলিভিশন সিরিজের সেরা অভিনেতানীল ভট্ট (গুম হ্যায় কিসিকে পেয়ার মে)
টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রীরুপালী গাঙ্গুলী (অনুপমা)

দাদাসাহেব ফালকে পুরস্কার FAQ

দাদাসাহেব ফালকে পুরস্কার প্রথম কে পান?

১৯৬৯ সালে দাদাসাহেব ফালকের জন্ম শত বার্ষিকীতে এই পুরস্কার দেওয়া শুরু হয়। প্রথমবার ১৯৬৯ সালে অভিনেত্রী দেবিকা রানীকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়।

দাদাসাহেব ফালকের পুরো নাম কি?

দাদাসাহেব ফালকের পুরো নাম হল ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে। ৩০ এপ্রিল ১৮৭০ সালে তিনি জন্মগ্রহন করেন। তিনি একজন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন। তাকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়।

2023 দাদাসাহেব ফালকে পুরস্কার কে পান?

২০২৩ সালে সিনেমায় অসামান্য কৃতিত্বের জন্য অভিনেত্রী ওয়াহিদা রহমান কে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছিল।

পৃথিবীর চলচ্চিত্রের জনক কে?

ফরাসী নির্মাতা লুই লুমিয়ের-এর ১৮৯৫ সালে তৈরী সর্তি দে লুসিনে লুমিয়ের দে লিও ছবিটিকে প্রথম সত্যিকারের চলচ্চিত্র হিসেবে গণ্য করা হয়।

বাংলা চলচ্চিত্রের জনক কে?

হীরালাল সেন (২ আগস্ট, ১৮৬৬— ২৬ অক্টোবর, ১৯১৭) কে বাংলা চলচ্চিত্রের জনক হিসেবে অভিহিত করা হয়।

দাদাসাহেব ফালকে পুরস্কার 2024

Related Articles