প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 09 মে 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বায়ু সেনা সম্প্রতি পাঞ্জাবে Gagan STRIKE-II নামক অনুশীলন সম্পন্ন করল।
2. সম্প্রতি মেক্সিকোতে বিশ্বের গভীরতম Blue Hole আবিষ্কার করলেন ভূ-বিজ্ঞানীরা।
3. আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহারকারী NRI ব্যক্তিদের জন্য UPI পরিষেবা শুরু করল ICICI ব্যাঙ্ক।
4. মিনিস্ট্রি অফ আয়ুষ -এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন IAS অফিসার সুবোধ কুমার।
5. পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার 2024 জিতল Pro Publica।
6. সম্প্রতি ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত উর্দু লেখক সালাম বিন রাজ্জাক।
7. সম্প্রতি T20 ক্রিকেটে ৩৫০ টি উইকেট সংগ্রহকারী প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন যুজবেন্দ্র চাহাল।
8. সম্প্রতি ভারতীয় বাস্কেট বল দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন স্কট ফ্লেমিং।