প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 1 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. Times Power Icon 2024 Award পেলেন — বিজয় জৈন
2. গাম্বিয়ায় ভারতের হাইকমিশনার হিসাবে নিযুক্ত হলেন — ডিংকার আস্থানা
3. Latin American Club Colony Football Club জয়েন করা প্রথম ভারতীয় খেলোয়াড় হলেন — বিজয় ছেত্রী
4. সম্প্রতি তেলেঙ্গানায় আবিষ্কৃত হল — ৯০০ বছরের পুরানো কল্যাণ চালুক্য বংশের কন্নড় শিলালিপি
5. ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন অস্কারজয়ী অভিনেতা — Louis Gosset Jr.
6. S. Raman -এর আত্মজীবনী প্রকাশিত হল — From A Car Shed To The Corner Room & Beyond শিরোনামে
7. United Nations -এর ডিজাস্টার রিস্ক রিডাকশন এফোর্টের নেতৃত্ব দিতে চলেছেন — ভারতীয় এক্সপার্ট কমল কিশোর