কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (10 জুলাই, 2024) | Daily Current Affairs in Bengali PDF Download

Advertisement

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024

1. কর্পোরেট ভারতের AI Audit টুল তৈরির জন্য জোটবদ্ধ হল — ICAI এবং Meity

2. আগামী অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ইউএস, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে মালাবার অনুশীলন হোস্ট করতে চলেছে জোটবদ্ধ হল — ভারত

3. উত্তর প্রদেশে ‘Ghar Ghar Solar’ ইনিশিয়েটিভ লঞ্চ করল — টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড

4. জেনারেটিভ AI ইনোভেশনে পঞ্চম স্থান অধিকার করল — ভারত (শীর্ষে রয়েছে চীন)

5. ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন — গৌতম গম্ভীর

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024

6. সম্প্রতি 74 বছর বয়সে প্রয়াত হলেন Dal Khalsa প্রতিষ্ঠাতা — Gajinder Singh Khalsa

7. সংযুক্ত রাজ্যের (UK) ইতিহাসে প্রথমবার মহিলা অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন — Rachel Reeves

৪. শ্রেষ্ঠ এগ্রিকালচার স্টেট আওয়ার্ড ফর 2024 জিতল — মহারাষ্ট্র

9. এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়রা — দুটি খেতাব জয় করল

10. ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘Chevalier de la Légion d’Honneur’ সম্মানে সম্মানিত হলেন HCLTech -এর চেয়ারপার্সন — Roshni Nadar Malhotra

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles