প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 10 জুন 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. ৭৯তম UN জেনারেল অ্যাসেম্বলির সেশনের সভাপতি হিসেবে নিযুক্ত হলেন — Philemon Yang
2. Bisleri Limonata ‘র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন — আদিত্য রয় কাপুর
3. Apple কে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানির তকমা পেল — Nvidia
4. চেন্নাইতে এক্সক্লুসিভ স্টার্টআপ ব্রাঞ্চ লঞ্চ করল — ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক
5. উত্তরাখণ্ডে দেশের প্রথম Astro-Tourism ইনিশিয়েটিভ লঞ্চ করা হল, যার নাম — Nakshatra Sabha
6. নাভি মুম্বাইতে গ্লোবাল ইকোনমিক হাব স্থাপন করতে চলেছে — রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
7. সংযুক্ত রিসার্চ এবং ট্রেনিং -এর জন্য IIT হায়দ্রাবাদের সাথে চুক্তি স্বাক্ষর করল — আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিস
8. ১৮তম লোকসভা নির্বাচনে মোট — ৭৪ জন মহিলা সাংসদ নির্বাচিত হলেন
9. সাইবার ক্রাইমের সাথে যুক্ত মোবাইল নম্বর ব্লকিংয়ের নিরিখে প্রথম স্থানে রয়েছে — হরিয়ানা পুলিশ
10. রিয়েল টাইম পেমেন্টের জন্য — UPI টেকনোলজি গ্রহণ করল পেরু