প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 11 মে 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO তরল অক্সিজেন এবং কেরোসিনের ব্যবহার করে তৈরি করল — সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন
2. গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড 2024 সম্মানে সম্মানিত হলেন — পবন সিন্ধি
3. আসন্ন T20 বিশ্বকাপ 2024 -এর জন্য শ্রীলঙ্কার ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর হল — ভারতীয় ডেয়ারি সংস্থা Amul
4. বিশ্বের সবচেয়ে ধনী শহরের সাম্প্রতিক তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে — নিউ ইয়র্ক
5. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন — নিউজিল্যান্ডের খেলোয়াড় কালিন মুনরো
6. বিশ্বের প্রথম ISO 42001:2023 সার্টিফিকেশন পেল — ভারতীয় সংস্থা ইনফোসিস