প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 12 মার্চ 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. ঝাড়খন্ডে National Dairy Mela এবং এগ্রিকালচারাল এক্সিবিশনের উদ্বোধন করলেন — কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা
2. BWF ফ্রেঞ্চ ওপেন মেন্স ডবল খেতাব জিতলেন — সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি
3. Oscar 2024 -এর সেরা সিনেমা হল — Oppenheimer
4. প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হলেন — দেবেন্দ্র ঝাজারিয়া
5. সম্প্রতি ১৩ হাজার ফুট উচ্চতায় উদ্বোধন করা হল — বর্ডার রোডস অর্গানাইজেশন দ্বারা নির্মিত Sela Tunnel
6. রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমুর দ্বারা রাজ্যসভায় মনোনীত সাংসদ হলেন — লেখিকা সুধা মূর্তি
7. Erasmus Prize 2024 জিতলেন — ভারতীয় লেখক অমিতাভ ঘোষ
8. Conspiracy to Oust Me from the Presidency শিরোনামে বই লিখলেন — শ্রীলংকার প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপকশা
9. সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম — মোবাইল উৎপাদনকারী দেশের তকমা পেল ভারত
10. প্রযুক্তি বিভাগে National Creators Award জিতলেন — Technical Guruji চ্যানেলের কর্ণধার গৌরব চৌধুরী