কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 13 ফেব্রুয়ারি 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

রাজ্যের বিভিন্ন স্তরের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication -এর তরফ থেকে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করা হচ্ছে। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিন আজকের প্রতিবেদনে।

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 13 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. হায়দ্রাবাদে তৈরি করা হচ্ছে — Regional Centre of Sangeet Natak Academy

2. সম্প্রতি নিরাজ চোপড়াকে সম্মানিত করল — সুইজারল্যান্ডের পর্যটন বিভাগ

3. আন্তর্জাতিক বিচারালয়ের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন — লেবাননের বিচারপতি Nawaf Salam

4. বারাণসীতে দেশের প্রথম সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হবে — গঙ্গাতীরি গরুর জন্য

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

5. Google কোম্পানি তাদের AI চ্যাটবটের নতুন নাম হল — Gemini

6. ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসাবে গড়ে তুলতে — AI Hub প্রতিষ্ঠা করবে তেলেঙ্গানা

7. KPG Spices কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন — করিনা কাপুর খান

৪. নাইজেরিয়াকে ২-১ গোলে পরাজিত করে Africa Cup of Nations টাইটেল জিতল — আইভরি কোস্ট

9. ভারতকে পরাজিত করে ICC U19 Men’s Cricket World Cup 2024 জিতল — অস্ট্রেলিয়া

10. IPL 2024-এর জন্য CSK টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন — ক্যাটরিনা কাইফ

11. ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন — Alexander Stubb

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles