প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 13 মে 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. এবারের আন্তর্জাতিক নার্স দিবসের থিম ছিল — Our Nurses. Our Future. The Economic Power of Care
2. UN Counter Terrorism Trust Fund -এ — ৫ লক্ষ ডলার দান করল ভারত
3. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন — আর. লক্ষীকান্ত
4. Indian Farmers Fertilizer Cooperative (IFFCO) -এর — চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন দিলীপ সংঘানি
5. ভারতের চীনের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন — Xu Feihong
6. স্কটল্যান্ড -এর সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন — John Swinney
7. এশিয়ান U22 ইউথ বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024 -এ — মোট ৪৩টি মেডেল পেল ভারত