কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 17 ফেব্রুয়ারি 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 17 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. বিহার বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন — নন্দকিশোর যাদব

2. ট্রান্সফরমেটিভ ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিংয়ের জন্য Sangam: Digital Twin লঞ্চ করল — ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন

3. সাউন্ড টেকনোলজি ভিত্তিক অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করল — আইআইটি জম্মু

4. Boeing ডিফেন্স ইন্ডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর পদে নিযুক্ত হলেন — নিখিল জোশি

5. Best Technology Bank of the year পুরস্কার জিতল — সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

6. Electoral Bonds অসংবিধানিক হিসাবে ঘোষণা করল — সুপ্রিম কোর্ট

7. সম্প্রতি জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হল — জার্মানি

8. দক্ষিণ রেলের প্রথম রূপান্তরকামী মহিলা হিসেবে — TTE নিযুক্ত হলেন সিন্ধু গণপতি

9. সংযুক্ত আরব আমির শাহিতে প্রথম হিন্দু মন্দির হিসেবে BAPS Swaminarayan Mandirমন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

10. Sportstar Aces Award 2024 -এর সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন — নিরাজ চোপড়া এবং শীতল দেবী

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles