প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 18 জুন 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. তরঙ্গ শক্তি নামে বহুজাতিক বায়ু অনুশীলন হোস্ট করবে — ভারত
2. ভারতের প্রায় ২ লক্ষ ছাত্রছাত্রীকে ক্লাউড কম্পিউটিং, ডেটা সাইন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং দেবে — Oracle কোম্পানি
3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে পুনরায় নিযুক্ত হলেন — ড. পি. কে. মিশ্র
4. International Tourism Fair শুরু হল — কাঠমান্ডুতে
5. “দেরাজে হলুদ ফুল, গতজন্ম” নামক বইয়ের জন্য সাহিত্য একাডেমী যুব পুরস্কার পেলেন — আসামের সুতপা চক্রবর্তী
6. প্রথম ভারতীয় অশ্বারোহী হিসেবে 3 Star Grand Prix Equestrian Event জিতলেন — শ্রুতি ভোরা
7. অরুণাচল প্রদেশ বিধানসভার নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হলেন — Tesam Pongte
8. বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে ভারত লঞ্চ করতে চলেছে — Deep Sea Mission
9. সম্প্রতি কেরলের কোঝিকরেতে অনুষ্ঠিত হতে চলেছে — মালাবার নদী উৎসব ২০২৪
10. ৭২ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক — হরপাল সিং বেদি