কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 | 19 ফেব্রুয়ারি 2024 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Advertisement

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 19 ফেব্রুয়ারি 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।

কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024

1. জ্ঞানপীঠ পুরস্কার ২০২৩ সম্মানে সম্মানিত করা হল — বিখ্যাত কবি গুলজার এবং জগৎ গুরু রামভদ্রাচার্য মহাশয়কে

2. ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সভাপতি হিসেবে নির্বাচিত হলেন — Nawaf Salam

3. দ্বিতীয় বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে — ৫০০টি উইকেট সংগ্রহ করলেন রবিচন্দ্রন অশ্বিন

4. ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম ২০২৪ এর ১৬ তম কনফারেন্স অনুষ্ঠিত হল — নেপালের রাজধানী কাঠমান্ডুতে

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

5. 11th International Puppet Festival উদ্বোধন করা হল — চন্ডিগড়ে

6. উত্তর-পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে ১০০% বাড়িতে নল বাহিত জলের কানেকশন দিল — অরুণাচল প্রদেশ

7. সম্প্রতি ৬৭ বছর বয়সে মারা গেলেন — অভিনেত্রী কবিতা চৌধুরী

8. Badminton Asia Team Championship -এর খেতাব জয় করল — ভারতীয় মহিলা দল

9. জাতিভিত্তিক জনগণনার জন্য বিধানসভায় বিল পেশ করল — তেলেঙ্গানা সরকার

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024

Related Articles