প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 2 এপ্রিল 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. মিয়ামি ওপেন 2024 -এর পুরুষ ডবলস বিভাগে খেতাব জিতলেন — রোহন বাপান্না এবং ম্যাট এবদেন জুটি
2. ইন্ডিয়ান মাস্টার্স ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024 -এ ২ টি গোল্ড মেডেল জিতলেন — নাহিদ দিবেছা
3. ইউনাইটেড নেশন্স কমিশন অন দি স্ট্যাটাস অফ ওম্যান -এর সভাপতি নির্বাচিত হল — সৌদি আরব
4. প্যারা পাওয়ার লিফটিং বিশ্বকাপে ভারতের হয়ে সোনা জিতলেন — বিনয় কুমার
5. আন্তর্জাতিক সাংস্কৃতিক পুরস্কার পাচ্ছেন — অধ্যাপক মিনা চরন্দ
6. বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি বিশ্বব্যাপী করোনা ভাইরাসকে মনিটর করার জন্য চালু করল — CoViNet নেটওয়ার্ক
7. সম্প্রতি GI Tag পেল — ত্রিপুরেশ্বরী মন্দিরের প্যাড়া মিষ্টান্ন
8. প্রেস ইনফর্মেশন ব্যুরোর নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন — শেফালী বি. শরণ