প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024: জাতীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla Publication প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে এই ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে 2 জুলাই 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2024 -এর আজকের গুরুত্ত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর 2024
1. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ত্ব গ্রহণ করছেন — Challa Sreenivasulu Shetty
2. 28.6 বিলিয়ন ডলার মূল্যের মার্কেট ভ্যালু সহ ভারতের সবচেয়ে দামি ব্র্যান্ডের তকমা পেল — টাটা গ্ৰুপ
3. ব্রিটিশ কলোনিয়াল আইনের অবসান ঘটিয়ে ভারতে লাগু করা হল — ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম
4. নীতিন গুপ্তর পরিবর্তে CBDT -এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন — রবি আগারওয়াল
5. মহারাষ্ট্রের নাসিক শহরের ইগাতপুরী হ্রদে প্রথমবার ভাসমান সোলার প্ল্যান্ট ইন্সটল করল — সেন্ট্রাল রেলওয়ে
6. সম্প্রতি মহিলা টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি করলেন — শেফালী বর্মা
7. প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে একটি টেস্ট ম্যাচে ১০ টি উইকেট নিয়ে রেকর্ড গড়লেন — স্নেহ রানা
8. ওয়েস্টইন্ডিজের বার্বাডোজে সাউথ আফ্রিকাকে হারিয়ে ICC Men’s T20 World Cup জিতল — ভারত
9. Global Liveability Index 2024 অনুযায়ী বিশ্বের শীর্ষস্থানীয় শহর হল — অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা
10. ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ধ্বংস করার জন্য SpaceX কোম্পনীকে নিয়োগ করল — NASA